Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বেশি শাখা নয়, গ্রাহক টানতে প্রযুক্তিই হাতিয়ার আইডিএফসি ব্যাঙ্কের

বেশি শাখা খোলা নয়, বরং প্রযুক্তিতে ভর করেই সাধারণ গ্রাহকের কাছে পৌঁছতে চায় আইডিএফসি ব্যাঙ্ক। বৃহস্পতিবার ব্যাঙ্কের লোগো প্রকাশ করে এ কথাই জানালেন নবনিযুক্ত ভাইস-চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর রাজীব লাল। তাঁর দাবি, প্রযুক্তিকে হাতিয়ার করেই আগামী দিনে গ্রাহকের দরজায় পৌঁছবেন তাঁরা। সাধারণ ব্যাঙ্কের যত শাখা থাকে তার মাত্র ১০ শতাংশ থাকলেও, সেই লক্ষ্যপূরণ সম্ভব বলেও দাবি লালের।

ব্যাঙ্কের লোগো প্রকাশের অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর রাজীব লাল।

ব্যাঙ্কের লোগো প্রকাশের অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর রাজীব লাল।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০২:২২
Share: Save:

বেশি শাখা খোলা নয়, বরং প্রযুক্তিতে ভর করেই সাধারণ গ্রাহকের কাছে পৌঁছতে চায় আইডিএফসি ব্যাঙ্ক। বৃহস্পতিবার ব্যাঙ্কের লোগো প্রকাশ করে এ কথাই জানালেন নবনিযুক্ত ভাইস-চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর রাজীব লাল। তাঁর দাবি, প্রযুক্তিকে হাতিয়ার করেই আগামী দিনে গ্রাহকের দরজায় পৌঁছবেন তাঁরা। সাধারণ ব্যাঙ্কের যত শাখা থাকে তার মাত্র ১০ শতাংশ থাকলেও, সেই লক্ষ্যপূরণ সম্ভব বলেও দাবি লালের।
আগামী ১ অক্টোবরই পুরোদস্তুর ব্যাঙ্ক হিসেবে আত্মপ্রকাশ করার কথা আইডিএফসি-র। প্রাথমিক ভাবে খোলা হবে ২৩টি শাখা, যার মধ্যে ১৫টিই হবে মধ্যপ্রদেশের তিনটি জেলায়। ডিসেম্বরের মধ্যে শাখার সংখ্যা বাড়িয়ে ৬০-এ নিয়ে যাওয়ার লক্ষ্য ব্যাঙ্কটির। এর ৪০টি হবে গ্রামাঞ্চলে। তবে প্রথম দিকে খুচরো গ্রাহক নয়, কর্পোরেট ক্লায়েন্টই ব্যবসা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে জানিয়েছে তারা। পাশাপাশি, সেভিংস অ্যাকাউন্টে বেশি সুদ নয়, বরং গ্রাহকদের সম্মান করা এবং তাঁদের প্রয়োজন অনুসারেই আইডিএফসি ব্যাঙ্ক কাজ করবে বলে দাবি লালের। প্রসঙ্গত, এ দিন প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অনিল বৈজলকে নন-এগ্‌জিকিউটিভ চেয়ারম্যান নিযুক্ত করার কথা জানিয়েছে ব্যাঙ্কটি।
উল্লেখ্য, গত বছরেই ব্যাঙ্ক খোলার প্রাথমিক অনুমোদন পেয়েছিল আইডিএফসি এবং বন্ধন ফিনান্সিয়াল সার্ভিসেস। এর মধ্যে বন্ধন গত ২৩ অগস্টই ব্যাঙ্কের কাজ শুরু করেছে। কিন্তু সে ক্ষেত্রে তাদের লক্ষ্য হল যত বেশি সম্ভব শাখা খুলে মানুষের কাছে পৌঁছনো। যে কারণে প্রথম দিনেই ৫০১টি শাখার দরজা খুলেছিল তারা। কিন্তু তার ঠিক উল্টো পথেই হাঁটছে আইডিএফসি ব্যাঙ্ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IDFC bank venture management
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE