কর ফাঁকির মামলায় লখনউয়ে বিশেষ আদালতে রোটোম্যাক কর্ণধার বিক্রম কোঠারির বিরুদ্ধে ছ’টি চার্জশিট দাখিল করল আয়কর দফতর। আগেই ৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৩,৬৯৫ কোটি টাকার ঋণ খেলাপ মামলায় কোঠারি ও তাঁর ছেলেকে গ্রেফতার করেছে সিবিআই।
কর ফাঁকির মামলায় রোটোম্যাক গোষ্ঠী এবং তার প্রোমোটারদের ৪টি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল আয়কর দফতর। পাশাপাশি, ১০৬ কোটি টাকার বকেয়া কর উদ্ধারে উত্তরপ্রদেশে তাদের ১৪টি অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়।
কোঠারির বিরুদ্ধে অভিযোগ, ৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েও আসল বা সুদ কোনওটাই শোধ করেননি তিনি ও তাঁর সংস্থা। এগুলি হল ব্যাঙ্ক অব বরোদা, ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব মহারাষ্ট্র, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক।