Advertisement
১৯ এপ্রিল ২০২৪

শূন্য পদ নিয়ে ক্ষোভ আয়কর দফতরে

আন্দোলনের অঙ্গ হিসাবে ২৪ জুলাই দেশ জুড়ে আয়কর দিবস পালন বয়কটের ডাক দিয়েছে ইউনিয়নগুলি।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ জুলাই ২০১৮ ০৪:১১
Share: Save:

পরিকাঠামোর অভাব ও প্রায় ৩০ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ না হওয়ায় আয়কর দফতরে পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ দফতরের কর্মী এবং অফিসার ইউনিয়নের। পাশাপাশি তাদের অভিযোগ, পদোন্নতির সময় হয়ে যাওয়া সত্ত্বেও বহু সাধারণ কর্মী এবং অফিসারের দীর্ঘ দিন ধরে তা হচ্ছে না। এই সবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেশ জুড়ে আন্দোলনে নামছেন আয়কর দফতরের কর্মী এবং অফিসারেরা।

এমপ্লয়িজ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল রূপক সরকার ও গেজেটেড অফিসার্স ফেডারেশনের সভাপতি সুদীপ্ত গুহ অভিযোগ করেন, পশ্চিমবঙ্গেই প্রায় ২ হাজার খালি পদ পড়ে রয়েছে।

আন্দোলনের অঙ্গ হিসাবে ২৪ জুলাই দেশ জুড়ে আয়কর দিবস পালন বয়কটের ডাক দিয়েছে ইউনিয়নগুলি। আপাতত বন্ধ রাখা হবে সার্চ, সিজার এবং সার্ভেতে অংশ গ্রহণও। দাবিগুলি নিয়ে ফয়সালা না হলে ১২ সেপ্টম্বর দেশ জুড়ে এক দিনের ধর্মঘটের সিদ্ধান্তও তাঁরা নিয়েছে বলে জানান ইউনিয়নের নেতারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Income tax Vacancies Protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE