Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আলোচনায় বসেনি ভারত, দাবি ক্রেগের

ক্রেগ বলেন, চিন, ভারতের মতো দেশের ইস্পাত সংস্থাগুলি তৈরির তুলনায় কম খরচে পণ্য বেচে আমেরিকায়। ফলে মার খায় সেখানকার সংস্থা। যেখানে মার্কিন মুলুকের গড় শুল্ক অনেক কম। তাই এই সিদ্ধান্ত।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ মে ২০১৮ ০১:৫৬
Share: Save:

ইস্পাত, অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক নিয়ে ভারতকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল আমেরিকা। কিন্তু নয়াদিল্লি এখনও সাড়া দেয়নি। মঙ্গলবার ভারত চেম্বারের সভায় এই দাবি কলকাতায় মার্কিন কনসাল জেনারেল ক্রেগ হল-এর। ক্রেগ বলেন, চিন, ভারতের মতো দেশের ইস্পাত সংস্থাগুলি তৈরির তুলনায় কম খরচে পণ্য বেচে আমেরিকায়। ফলে মার খায় সেখানকার সংস্থা। যেখানে মার্কিন মুলুকের গড় শুল্ক অনেক কম। তাই এই সিদ্ধান্ত।

ক্রেগের অভিযোগ, কৃষি, শিক্ষা, আইন, খুচরো বিপণন, চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি ক্ষেত্রে ভারতে মার্কিন সংস্থাগুলির জন্য দরজাও বন্ধ। যা দ্বিপাক্ষিক বাণিজ্যে বাধা। যদিও অনেকের মতে, শুল্কের নিরিখে আমেরিকাই রক্ষণশীল। তাঁদের দাবি, বিশ্ব বাজারে জুঝতে কৃষি, ইস্পাতের মতো শিল্পে দেশীয় সংস্থাকে বিপুল ভর্তুকি জোগায় ওয়াশিংটন। মজুরির মতো ক্ষেত্রে খরচ বেশি হওয়ায় সে দেশে উৎপাদন খরচও বেশি। ফলে ইস্পাত, অ্যালুমিনিয়ামের দাম বেশি পড়ে। যে কারণে সস্তায় গাড়ি তৈরি করতে বহু সংস্থাই বিদেশে কারখানা গড়েছে। তাই শুল্ক বসিয়ে মার্কিন বাজারে দেশীয় সংস্থাকে অক্সিজেন জোগাতে চাইছে আমেরিকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Craig Hall US India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE