Advertisement
১৯ এপ্রিল ২০২৪

নীচের দিকে সার্বিক মূল্যবৃদ্ধিও

খুচরোর পরে জুলাইয়ে কমল সার্বিক মূল্যবৃদ্ধির হারও। মঙ্গলবার কেন্দ্রের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, গত মাসে তা দাঁড়িয়েছে ৫.০৯%।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৮ ০৪:৩৯
Share: Save:

খুচরোর পরে জুলাইয়ে কমল সার্বিক মূল্যবৃদ্ধির হারও। মঙ্গলবার কেন্দ্রের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, গত মাসে তা দাঁড়িয়েছে ৫.০৯%।

মূলত ফল ও আনাজের দর সরাসরি কমাতেই মূল্যবৃদ্ধি কমেছে বলে এ দিন জানিয়েছে পরিসংখ্যান। এই খবর আমজনতার কাছে স্বস্তির তো বটেই। পরিকাঠামো ও শিল্পবৃদ্ধি মাথা তোলার পরে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আসায় কেন্দ্রেরও চিন্তা কিছুটা কমাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

রিজার্ভ ব্যাঙ্কের লক্ষ্য মূল্যবৃদ্ধিকে ৪% হারে (+/-২) বেঁধে রাখা। জুনে সেই মাত্রা ছাড়ানোর মুখে দাঁড়িয়েছিল সার্বিক মূল্যবৃদ্ধি (৫.৭৭%)। খুচরো মূল্যবৃদ্ধিও পৌঁছেছিল ৫ শতাংশে। জুলাইয়ে তা-ও নামায় (৪.১৭%) আগামী দিনে রিজার্ভ ব্যাঙ্ক ফের সুদ বাড়াবে না বলে মত সংশ্লিষ্ট মহলের।

অনেকের আবার মত, টাকার পতন জারি থাকলে আমদানি খরচ বাড়বে। বাড়তে পারে জিনিসের দাম। তা হলে ফের মূল্যবৃদ্ধি মাথাচাড়া দেবে। যা নিয়ন্ত্রণে রাখতে সুদ কমার সম্ভাবনা কমবে। তাই মূল্যবৃদ্ধি কমায় এখনই আশ্বস্ত হতে নারাজ তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Inflation Inflation rate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE