Advertisement
১০ অক্টোবর ২০২৪

এলআইসিকে আইডিবিআই দিতে সায়, বহাল রইল সংশয়ও 

আইডিবিআই ব্যাঙ্কের সিংহভাগ অংশীদারি এলআইসির হাতে তুলে দিতে পা বাড়িয়েই ছিল কেন্দ্র। আজ সে ব্যাপারে সম্মতি দিল বিমা ক্ষেত্রের নিয়ন্ত্রক আইআরডিএআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ জুন ২০১৮ ০৩:২৮
Share: Save:

আইডিবিআই ব্যাঙ্কের সিংহভাগ অংশীদারি এলআইসির হাতে তুলে দিতে পা বাড়িয়েই ছিল কেন্দ্র। আজ সে ব্যাপারে সম্মতি দিল বিমা ক্ষেত্রের নিয়ন্ত্রক আইআরডিএআই। ফলে ঋণে জেরবার ব্যাঙ্কটির ৫১% শেয়ার কিনে এ বার ব্যাঙ্কিং ক্ষেত্রে পা রাখতে পারবে এলআইসি। প্রায় ১৩,০০০ কোটি পুঁজি ঢালবে সেখানে। ইতিমধ্যেই ওই ব্যাঙ্কের ১১% অংশীদারি রয়েছে তাদের হাতে।

সূত্রের খবর, শুক্রবার বিমা নিয়ন্ত্রকের পরিচালন পর্ষদের বৈঠকে এই সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। সে জন্য সংশ্লিষ্ট বিধিও কিছুটা শিথিল করা হবে। এখনকার নিয়মে, কোনও বিমা সংস্থা ব্যাঙ্কে ১৫ শতাংশের বেশি শেয়ার রাখতে পারে না।

বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ মারফত বড় তহবিল ঘরে তোলার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। কিন্তু সেই পথে বার বারই হোঁচট খেতে হচ্ছে তাদের। তাই একটি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে দিয়ে অন্যটির অংশীদারি কিনিয়ে ঘুরপথে সেই পথে হাঁটা হচ্ছে বলে দাবি অনেকে। তবে একাংশের প্রশ্ন, ৫৫,৬০০ কোটি টাকার অনুৎপাদক সম্পদে নুইয়ে থাকা ব্যাঙ্কের দায়িত্ব এলআইসির কাঁধে তুলে দেওয়া দু’পক্ষের কাছেই ঝুঁকির হয়ে যাবে না তো? রাষ্ট্রায়ত্ত বিমা প্রতিষ্ঠানটিই বা তাদের গ্রাহকদের ভাল বোনাস দেবে কী ভাবে? আইডিবিআই ব্যাঙ্কে কেন্দ্রের নিয়ন্ত্রণ ৫১ শতাংশের নীচে নামানো নিয়ে আপত্তি তুলেছে ব্যাঙ্ক কর্মী সংগঠন এআইবিইএ। তাদের বক্তব্য, ২০০৩ সালে সংসদে সরকার জানিয়েছিল, ওই ব্যাঙ্কে কেন্দ্রের সিংহভাগ অংশীদারি বজায় রাখা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি ভাঙা হল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE