Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Jana Small Finance Bank

সাড়ম্বরে পালন করা হল তৃতীয় জনা দিবস

বিভিন্ন সেভিংস অ্যাকাউন্ট, লোন প্রোগ্রাম, অর্থনৈতিক বিষয়ে শিক্ষা এবং আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে জনা স্মল ফিন্যান্স ব্যাঙ্ক, তাদের লক্ষ লক্ষ গ্রাহকদের অর্থনৈতিক অন্তর্ভূক্তির আওতায় নিয়ে এসেছে।

বিজ্ঞাপন প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৮ ১৯:৩২
Share: Save:

দিন কয়েক আগেই দেশের অগ্রণী মাইক্রো-ফিনান্স সংস্থা ‘জনলক্ষ্ণী ফিনান্সিয়াল সার্ভিস’-ই ব্যাঙ্ক ব্যবসায় নেমেছিল ‘জনা স্মল ফিনান্স ব্যাঙ্ক’ নামে। আর বৃহস্পতিবার তৃতীয় জনা দিবস পালন করল এই ব্যাঙ্ক। গ্রাহকদের আর্থিক স্বচ্ছলতা, এবং সমাজে অর্থনৈতিক স্বীকৃতি পাওয়ার সাফল্যেই এই দিন উদযাপন।

বিভিন্ন সেভিংস অ্যাকাউন্ট, লোন প্রোগ্রাম, অর্থনৈতিক বিষয়ে শিক্ষা এবং আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে জনা স্মল ফিন্যান্স ব্যাঙ্ক, তাদের লক্ষ লক্ষ গ্রাহকদের অর্থনৈতিক অন্তর্ভূক্তির আওতায় নিয়ে এসেছে। আর তাই প্রতি বছরের মতো এই বছরেও সাড়ম্বরে পালন করা হল জনা দিবস। যেখানে তারা সেই সমস্ত ব্যক্তি এবং তাঁদের পরিবারের সঙ্গে উদযাপন করল, যাঁরা নিজেদের জীবনে বহুল পরিবর্তন এনে বর্তমানে আর্থিকভাবে স্বচ্ছল।

বেশ অনেকদিন ধরেই জনা স্মল ফিন্যান্স ব্যাঙ্ক দেশজুড়ে তাদের সঙ্গে যুক্ত থাকা গ্রাহকদের সাফল্যের কাহিনীর খোঁজ করে চলেছিল। এর পরে খুব সতর্কভাবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকদের মধ্যেই কয়েকজনকে বেছে নেওয়া হয় এবং তাঁদের আমন্ত্রণ জানানো হয় তাঁদের জীবনের সেই অনুপ্রেরণামূলক গল্প শোনানোর জন্য। এই সমস্ত গ্রাহকের প্রত্যেকেই বিপর্যয়ের সঙ্গে লড়াই করে নিজেদের জীবনযাত্রার মান উন্নত করেছে।

বৃহস্পতিবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি ও কৃষিকল্যান বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী রাধা মোহন সিংহ। তিনি বলেন, 'বর্তমান সময়ে দাঁড়িয়ে এই দেশের কাছে এবং সরকারের কাছে অর্থনৈতিক অন্তর্ভূক্তি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং জনা স্মল ফিন্যান্সের মতো ছোট ব্যাঙ্কগুলি এই ক্ষেত্রে বড়সড় ভূমিকা পালন করছে। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলিতে গ্রাহকদের যুক্ত করার মাধ্যমে এই ব্যাঙ্ক তাদের গ্রাহকদেরও বিভিন্ন ভৌগোলিক ও সামাজিক বর্ণমালায় প্রতিষ্ঠিত করতে সক্ষম করে তুলছে।'

এছাড়াও কৃষি এবং কৃষক কল্যান বিভাগের সম্পাদক শোভনা পট্টনায়ক, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বিভাগের সম্পাদক ডঃ অরুণ কুমার পান্ডা, দক্ষিণ এশিয়ার পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আঞ্চলিক উপদেষ্টা, ইউ.এস পন্থ, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ - গ্রোথ মার্কেটস, সিডিপিকিউ ভারতের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, অনিতা জর্জ এবং রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর, আর. গাঁধীর সঙ্গে এই বিষয় নিয়েও গভীর আলোচনা করা হয়।

দেশের বহু গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন সাফল্যের কাহিনী এসে পৌঁছেছিল জনা ব্যাঙ্কের কাছে। এদের মধ্যে থেকে সেরা গ্রাহকদের বেছে নেন একটি জুড়ি কমিটি। সেই কমিটিতে ছিলেন প্রাক্তন আরবিআই গভর্নর. ডঃ বিমল জালান, আইআরডিএআই এর চেয়ারম্যান সুভাষ চন্দ্র খুনিয়া, বস্টন কনসালটেন্সি গ্রুপের চেয়ারম্যান জন্মেজয় সিন্হা, এবং আরও অনেকে। জনা স্মল ফিন্যান্স ব্যাঙ্কের এমডি এবং সিইও বলেন, 'অর্থনৈতিক অন্তর্ভুক্তির এই মিশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে মানুষ স্বতন্ত্রভাবে জীবনযাপন করতে পারবে।'

ভারত সরকার এবং রিজার্ভ ব্যাঙ্কের 'আর্থিক অন্তর্ভূক্তি' বিষয়ক অ্যাজেন্ডা অনুযায়ী, একটি মাইক্রো ফিন্যান্স কোম্পানি ব্যাঙ্কে রূপান্তরিত হওয়ার ফলে ২০১৮ সালের মধ্যে ৪৫ লাখেরও বেশি ঋণ গ্রহীতারা জনা স্মল ফিন্যান্স ব্যাঙ্কের ব্যাঙ্কিং ইকো-সিস্টেমের আওতায় চলে আসবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jana Small Finance Bank
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE