Advertisement
১৭ এপ্রিল ২০২৪

জেট এয়ারওয়েজের মালিকানা কি টাটাদের হাতে?

টানা তিন ত্রৈমাসিকে ক্ষতির মুখে পড়েছে জেট। এ বছরই তাদের শেয়ার দর পড়ে গিয়েছে ৭০%।

জোর গুঞ্জনে আপাতত জল ঢালল জেট।

জোর গুঞ্জনে আপাতত জল ঢালল জেট।

সংবাদ সংস্থা  
নয়াদিল্লি ও মুম্বই শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৮ ০৪:৩২
Share: Save:

এয়ার এশিয়া ইন্ডিয়া এবং বিস্তারার ডানায় ভর করে ভারতের আকাশে ফেরার পরে এ বার জেট এয়ারওয়েজের মালিকানা হাতে নিতে কথাবার্তা চালাচ্ছে টাটারা। সংবাদসংস্থা রয়টার্স-সহ সংবাদমাধ্যমের এক বড় অংশে প্রকাশিত এই খবরে তৈরি জোর গুঞ্জনে আপাতত জল ঢালল জেট। বম্বে স্টক এক্সচেঞ্জের কাছে তাদের দাবি, এ খবর নিছকই জল্পনা। এখনও এমন কোনও আলোচনা বা সিদ্ধান্ত পর্ষদে হয়নি যে, তা জানাতে হবে।

টানা তিন ত্রৈমাসিকে ক্ষতির মুখে পড়েছে জেট। এ বছরই তাদের শেয়ার দর পড়ে গিয়েছে ৭০%। উল্টো দিকে, এয়ার এশিয়ার সঙ্গে জোট বেঁধে সস্তার বিমান পরিষেবায় ডানা মেলেছে টাটারা। সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে হাত মিলিয়ে পূর্ণাঙ্গ বিমান পরিবহণ সংস্থা বিস্তারাও চালু করেছে তারা। যে টাটাদের ভারতে বিমান পরিষেবার ভগীরথ বলা হয়, তারা দীর্ঘ দিন পরে আকাশে ফিরেছে এই দুই সংস্থার ডানায় ভর করে। এ অবস্থায় জোর জল্পনা, এ বার জেটের মালিকানাও হাতে নিতে আগ্রহী টাটা গোষ্ঠী। এ নিয়ে নাকি নরেশ গয়ালের সংস্থার সঙ্গে কথাও বলছে তারা।

কিন্তু তাতে জল ঢেলে জেটের দাবি, অংশীদারি বিক্রির জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলছে তারা। খোঁজ করছে আগ্রহী লগ্নিকারীর। অর্থাৎ, আলাদা করে টাটাদের সঙ্গে কথা হওয়ার বিষয়টিকে এখনও জল্পনাই বলছে তারা। এ নিয়ে মুখে কুলুপ টাটাদেরও। এই মুহূর্তে কথা হওয়া বা না হওয়া নিয়ে কোনও মন্তব্যই করতে রাজি নয় তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jet Airways Tata Sons
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE