Advertisement
১৮ এপ্রিল ২০২৪

জেটে বেতনে দেরি ম্যানেজারদেরও

গত অগস্টে বেতন মেটাতে দেরি হয়েছিল শুধু উচ্চপদস্থ কর্তা, পাইলট, ইঞ্জিনিয়ারদের। সংস্থা সূত্রের খবর, সেপ্টেম্বরের বেতন সময়ে পাননি জেট এয়ারওয়েজের ম্যানেজার ও তার উপরের স্তরের কর্মীরাও। আর এতেই বিমান সংস্থাটির আর্থিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। অসন্তোষ ছড়াচ্ছে কর্মীদের মধ্যেও।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৮ ০৩:০৮
Share: Save:

গত অগস্টে বেতন মেটাতে দেরি হয়েছিল শুধু উচ্চপদস্থ কর্তা, পাইলট, ইঞ্জিনিয়ারদের। সংস্থা সূত্রের খবর, সেপ্টেম্বরের বেতন সময়ে পাননি জেট এয়ারওয়েজের ম্যানেজার ও তার উপরের স্তরের কর্মীরাও। আর এতেই বিমান সংস্থাটির আর্থিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। অসন্তোষ ছড়াচ্ছে কর্মীদের মধ্যেও।

সূত্রের দাবি, বিভিন্ন আর্থিক দায় ও ১৬ হাজারের বেশি কর্মীর বেতন মেটানোর তহবিল জোগাড় করতে হিমশিম জেট। যে কারণে সেপ্টেম্বরের বেতন না পাওয়া কর্মীদের তালিকা লম্বা হয়েছে। সূত্র জানাচ্ছে, মাসে যাঁদের বেতন ৭৫,০০০ টাকা পর্যন্ত, শুধু তাঁরাই ১ অক্টোবর তা পেয়েছেন। যদিও এ নিয়ে সংস্থার মুখে কুলুপ।

বস্তুত, ক্ষোভ দানা বেঁধেছিল জুনে। যখন আর্থিক সঙ্কটে জেরবার জেট খরচ কমাতে পাইলট ও ইঞ্জিনিয়ারদের বেতন কম নেওয়ার আর্জি জানিয়েছিল। কিন্তু তা খারিজ হয় সঙ্গে সঙ্গে। পরে অসন্তোষ আরও বাড়ে, যখন নগদের অভাবে সংস্থা তাঁদের বেতন দিতে দেরি করে।

৬ সেপ্টেম্বর জেট জানিয়েছিল, নভেম্বর পর্যন্ত উচ্চপদস্থ কর্মীদের বেতন দু’টি কিস্তিতে মেটানো হবে। অগস্টের ক্ষেত্রে প্রথম কিস্তির টাকা দিয়েছে সংস্থা। দ্বিতীয় কিস্তির ৫০% সময়ে দিলেও, বাকিটা দেওয়ার সময় পিছিয়ে ৯ অক্টোবর করেছে জেট। এ বার তার উপর বকেয়া রয়ে গেল সেপ্টেম্বরের বেতনের একাংশও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jet Airways Employee Salary
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE