Advertisement
১৯ এপ্রিল ২০২৪
ঝাঁপ বন্ধ অনির্দিষ্টকাল

ধর্মঘটে গয়না শিল্পে ক্ষতি ৪০ হাজার কোটি

উঠছে না গয়না শিল্পের ধর্মঘট। বরং সোমবার মুম্বইয়ে সোনার গয়না ব্যবসায়ীদের সবক’টি সংগঠন একযোগে সিদ্ধান্ত নিয়েছে, ধর্মঘট অনির্দিষ্টকাল ধরে চলবে। কেন্দ্রীয় সরকার তাদের দাবি না-মেনে নেওয়া পর্যন্ত ঝাঁপ বন্ধ রাখবেন দোকানিরা।

শুনশান। মুম্বইয়ে জাভেরি বাজার। ছবি: এএফপি।

শুনশান। মুম্বইয়ে জাভেরি বাজার। ছবি: এএফপি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৬ ০৩:০৪
Share: Save:

উঠছে না গয়না শিল্পের ধর্মঘট। বরং সোমবার মুম্বইয়ে সোনার গয়না ব্যবসায়ীদের সবক’টি সংগঠন একযোগে সিদ্ধান্ত নিয়েছে, ধর্মঘট অনির্দিষ্টকাল ধরে চলবে। কেন্দ্রীয় সরকার তাদের দাবি না-মেনে নেওয়া পর্যন্ত ঝাঁপ বন্ধ রাখবেন দোকানিরা।

এ দিকে, ৬ দিনের ধর্মঘটে দেশে ৪০ হাজার কোটি টাকারও বেশি ব্যবসা মার খেয়েছে বলে জানান গয়না ব্যবসায়ীরা। পাশাপাশি রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে সরকারও। বাবলুবাবু বলেন, শুধু পশ্চিমবঙ্গেই গয়না বেচে ভ্যাট বাবদ সরকারের আয় হয় দৈনিক ৪০ লক্ষ।

বাজেটে অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেছেন সোনার গয়নায় ১% হারে উৎপাদন শুল্ক বসানোর কথা। এর আগে ২ লক্ষ টাকার বেশি গয়না কিনতে হলে বিলে প্যান নম্বর উল্লেখ করতে হবে বলে এক নিয়মও চালু করেছে কেন্দ্র। দু’টির বিরুদ্ধেই প্রতিবাদ জানাতে গত ২ মার্চ থেকে সারা দেশে ধর্মঘট শুরু করেছে গয়নার দোকানগুলি। প্রথমে ঠিক ছিল ৪ মার্চ পর্যন্ত চলবে ধর্মঘট। পরে তা ৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়। এ বার ঘোষণা হল, তা অনির্দিষ্টকাল চলবে।

স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবলু দে বলেন, ‘‘গয়নার উপর উৎপাদন শুল্ক বসানোর প্রস্তাব পুরোপুরি অবাস্তব। এটা চালু হলে শুধু দোকান মালিকরাই নন, সমস্যায় পড়বেন গয়না তৈরির ছোট কারিগরেরাও। আমাদের পক্ষে ব্যবসা চালানোই সমস্যা হবে। তাই গয়না শিল্পের সমস্ত সংগঠন যৌথ ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, উৎপাদন শুল্ক বসানোর প্রস্তাব কেন্দ্র প্রত্যাহার না-করা পর্যন্ত অনির্দিষ্টকাল ধর্মঘট চলবে।’’

অর্থ মন্ত্রক ইতিমধ্যেই জানিয়েছে, বার্ষিক ব্যবসা ১২ কোটি টাকার বেশি হলে তবেই প্রযোজ্য হবে উৎপাদন শুল্ক। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি। গয়না শিল্পের দাবি, উৎপাদন শুল্ক বসানোর প্রস্তাব সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

jewellery strike loss business
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE