Advertisement
২০ এপ্রিল ২০২৪
Business news

অনলাইন শপিংয়ের ধারণাটাই বদলে দেবে জিএসটি, কী ভাবে

বিভিন্ন পণ্যের উপর ২৫ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে অনলাইন সংস্থাগুলি। কিন্তু বিশেষজ্ঞদের দাবি, ছাড় তো দূর, জিএসটি চালু হলে অনলাইনে শপিংয়ের খরচও বেড়ে যাবে বেশ খানিকটা। কী ভাবে?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ জুন ২০১৭ ১৮:৫২
Share: Save:

অপেক্ষা আর চার দিনের। তার পরেই দেশের বাজারে চালু হচ্ছে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি। নতুন এই ব্যবস্থা চালু হওয়ার আগে স্টক ক্লিয়ার করতে বিপুল ছাড়ের ব্যবস্থা করেছে বিভিন্ন বড় দোকান এবং শপিং মলগুলি। বাদ যাচ্ছে না ই-কমার্স সাইটগুলিও। বিভিন্ন পণ্যের উপর ২৫ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে অনলাইন সংস্থাগুলি। কিন্তু বিশেষজ্ঞদের দাবি, ছাড় তো দূর, জিএসটি চালু হলে অনলাইনে শপিংয়ের খরচও বেড়ে যাবে বেশ খানিকটা। কী ভাবে? দেখে নেওয়া যাক এক নজরে:

সোর্স থেকে কর

এই মুহূর্তে ই-কমার্স ওয়েবসাইটগুলি কোনও রকম কর নেয় না। জিএসটি চালু হলে তাদের ওয়েবসাইটে নথিবদ্ধ গ্রাহকদের থেকে এক শতাংশ হারে কর নিতে হবে অনলাইন সংস্থাগুলিকে। ফলে জিনিসপত্রের দাম বাড়ার সম্ভাবনাই বেশি।

ডিসকাউন্ট ব্যবস্থার সমাপ্তি

গ্রাহকদের টানতে এত দিন প্রচুর পরিমাণে ছাড় দিত ই-কমার্স সাইটগুলি। ভবিষ্যতে এই ধরনের ছাড় আর না-ও পাওয়া যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর কারণ, জিএসটি চালু হওয়ার পর এই ধরনের ছাড় দিলে সংস্থাগুলিকে অতিরিক্ত কর দিতে হবে। ফলে বিশেষ ছাড় দিতে সংস্থাগুলিকেও দু’বার ভাবতে হবে।

আরও পড়ুন: ১ জুলাই থেকে কীসে বেশি খরচ, কীসে কম, দেখুন এক নজরে

ই-কমার্স সাইটগুলির অন্যতম প্রধান ইউএসপি ছিল কেনা জিনিস বদলের সুবিধা। জিএসটি চালু হলে এই জিনিস বদলে সমস্যা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনলাইন সংস্থাগুলি যেহেতু সোর্স থেকে কর কেটে নিচ্ছে, তাই মাল ফেরতের ক্ষেত্রে সেই করের দায়িত্ব নিতে হবে ওই সংস্থাগুলিকেই। পরে অবশ্য সেই টাকা সরকার ফেরত দেবে। কিন্তু সেই প্রক্রিয়া কী রকম হবে তা পরিষ্কার না হওয়ায় ব্যবসা মার খাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

দ্রুত ডেলিভারি

এ ক্ষেত্রে অবশ্য সুবিধা হবে গ্রাহকদেরই। জিএসটি চালু হলে গ্রাহকের কাছে অনেক তাড়াতাড়ি পরিষেবা পৌঁছে দিতে পারবে ই-কমার্স সাইটগুলি। এত দিন প্রতিটি রাজ্যের জন্য আলাদা চালান তৈরি করতে হত সাইটগুলিকে। দেশজুড়ে জিএসটি চালু হলে এই চালান তৈরির আর প্রয়োজন পড়বে না। ফলে এক রাজ্যে বসে অন্য রাজ্যের ঠিকানাতে মাল পৌঁছে যাবে দ্রুত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE