Advertisement
১৭ এপ্রিল ২০২৪

এ বার মন কি বাতেও মোদীর তাস জিএসটি

বিজেপি সরকারের সাফল্য তুলে ধরতে মন কি বাতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেললেন জিএসটির তাস। খুশি করতে চাইলেন রাজ্যগুলিকে। বললেন, নতুন কর সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উৎকৃষ্ট নজির। ‘সততার উৎসব’ বলে তকমাও দিলেন তাকে।

নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদী

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ জুন ২০১৮ ০২:৪৪
Share: Save:

দরজায় কড়া নাড়ছে ভোট। অথচ নোটবন্দির হয়রানি, তড়িঘড়ি জিএসটি চালু থেকে শুরু করে কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণ না হওয়া, তেলের চড়া দাম বা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রতারণার মতো নানা অভিযোগে কেন্দ্রকে নাগাড়ে বিঁধে চলেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে বিজেপি সরকারের সাফল্য তুলে ধরতে মন কি বাতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেললেন জিএসটির তাস। খুশি করতে চাইলেন রাজ্যগুলিকে। বললেন, নতুন কর সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উৎকৃষ্ট নজির। ‘সততার উৎসব’ বলে তকমাও দিলেন তাকে।

এক সপ্তাহ পরেই এক বছর হবে জিএসটির। আজ রেডিওতে মন কি বাত অনুষ্ঠানে মোদী নিজেই টেনে আনেন এই করের প্রসঙ্গ। বলেন, ‘‘এক দেশ এক কর চালু নিয়ে মানুষের স্বপ্ন বাস্তব হয়েছে। এর সবচেয়ে বেশি কৃতিত্ব রাজ্যগুলির। ভিন্ন রাজনৈতিক মতাদর্শের সব দল একসঙ্গে বসে সকলের সম্মতিতে সব সিদ্ধান্ত নিয়েছে। যা সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উৎকৃষ্ট নজির। এই ব্যবস্থা সততার উৎসব, যা ইন্সপেক্টর রাজকে শেষ করেছে।’’

মোদীর দাবি, জিএসটির মতো সংস্কার সফল ভাবে কার্যকর হতে ৫-৭ বছর লাগে। কিন্তু এ দেশে তা এক বছরেই হয়েছে। যদিও কংগ্রেস বলছে, মোদী এ ক্ষেত্রেও মিথ্যা প্রচার করছেন। অধিকাংশ ক্ষেত্রে করের বোঝা বেশি। তেল জিএসটিতে আসেনি। এইচএসবিসির রিপোর্টও জানিয়েছে, অর্থনীতিকে যে বুনোটে বাঁধার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এখনও পর্যন্ত তাতে ব্যর্থ জিএসটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE