Advertisement
২০ এপ্রিল ২০২৪

এ বার ভারতে কারখানা গড়তে চায় তাইওয়ানের তথ্যপ্রযুক্তি সংস্থা

ফক্সকনের পরে এ বার ভারতে কারখানা গড়ার কথা ভাবছে কোয়ান্টা কম্পিউটার। বরাতের ভিত্তিতে অ্যাপলের হাতঘড়ি এবং বিভিন্ন সংস্থার ল্যাপটপ যন্ত্রাংশ জুড়ে তৈরি করে তাইওয়ানের এই তথ্যপ্রযুক্তি সংস্থা। তারা জানিয়েছে, ইতিমধ্যে ভারতে কারখানা তৈরি সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনই তা গড়ার জন্য নির্দিষ্ট লগ্নি পরিকল্পনা করা হয়নি বলেই জানিয়েছেন সংস্থার ভাইস চেয়ারম্যান সি সি লিউং।

সংবাদ সংস্থা
তাইপেই শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০৩:৫৩
Share: Save:

ফক্সকনের পরে এ বার ভারতে কারখানা গড়ার কথা ভাবছে কোয়ান্টা কম্পিউটার। বরাতের ভিত্তিতে অ্যাপলের হাতঘড়ি এবং বিভিন্ন সংস্থার ল্যাপটপ যন্ত্রাংশ জুড়ে তৈরি করে তাইওয়ানের এই তথ্যপ্রযুক্তি সংস্থা। তারা জানিয়েছে, ইতিমধ্যে ভারতে কারখানা তৈরি সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনই তা গড়ার জন্য নির্দিষ্ট লগ্নি পরিকল্পনা করা হয়নি বলেই জানিয়েছেন সংস্থার ভাইস চেয়ারম্যান সি সি লিউং।

তাঁর দাবি, কারখানার কাছাকাছি কোনও বন্দরে পণ্য পৌঁছনোর ব্যবস্থা রয়েছে কি না, সময় মতো সব যন্ত্রাংশ একসঙ্গে পাওয়া যাবে কি না, কারখানা তৈরির আগে এই সব বিষয়ই তাঁদের বিচার করে দেখতে হবে।

গত সপ্তাহেই ভারতে কারখানা তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিল কোয়ান্টার অন্যতম প্রতিদ্বন্দ্বী হন হাই প্রিশিসন ইন্ডাস্ট্রি। সারা বিশ্বে যারা বেশি পরিচিত ফক্সকন নামে এবং বিখ্যাত অ্যাপল আই ফোন, আই প্যাডের মতো যন্ত্র বরাতের ভিত্তিতে যন্ত্রাংশ জুড়ে তৈরির জন্য। ২০২০ সালের মধ্যে ভারতে ১০-১২টি কারখানা গড়াই তাদের লক্ষ্য। ভারতে সরকারি সূত্রের খবর, ইতিমধ্যেই লগ্নির জন্য মূল বরাতদাতা সংস্থা অ্যাপলের সঙ্গে কথাবার্তাও চালাচ্ছে ফক্সকন।

উল্লেখ্য, কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই উৎপাদন শিল্পে গতি আনার উপর জোর দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার। দেশের আর্থিক বৃদ্ধি এবং কর্মসংস্থান বাড়াতে তাদের মেক ইন ইন্ডিয়া কর্মসূচি জরুরি বলে বার বারই মন্তব্য করছে কেন্দ্র। তবে এখনও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে উৎপাদনের তালিকায় চিনের অনেকটাই পিছনে রয়েছে ভারত।

প্রসঙ্গত, বর্তমানে কোয়ান্টারও সবক’টি কারখানা রয়েছে চিনেই। সেখানে বরাতের ভিত্তিতে যন্ত্রাংশ জুড়ে অ্যাপল ওয়াচ তৈরি ছাড়াও, হিউলেট-প্যাকার্ডের ল্যাপটপ তৈরি করে সংস্থা।

বিশ্বে কোয়ান্টাই সবচেয়ে বেশি অ্যাপল ওয়াচ তৈরি করে যন্ত্রাংশ জুড়ে। এ বার চিনের বাইরে পা রাখার কথা ভাবছে তারা। আর সে ক্ষেত্রে প্রথমেই নাম ভারতের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

McDonald US Business quanta computer China
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE