Advertisement
২৪ এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক এক্সচেঞ্জ

দেশের প্রথম আন্তর্জাতিক এক্সচেঞ্জ, ইন্ডিয়া আইএনএক্স-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিএসই-র এই শাখা তৈরি হয়েছে গুজরাত ইন্টারন্যাশনাল ফিনান্স টেক (গিফ্ট) সিটি-র ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস সেন্টারে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৭ ০২:০৯
Share: Save:

দেশের প্রথম আন্তর্জাতিক এক্সচেঞ্জ, ইন্ডিয়া আইএনএক্স-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিএসই-র এই শাখা তৈরি হয়েছে গুজরাত ইন্টারন্যাশনাল ফিনান্স টেক (গিফ্ট) সিটি-র ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস সেন্টারে। সোমবার এই উপলক্ষে মোদীর দাবি, এই এক্সচেঞ্জ ভারতীয় সংস্থাগুলিকে বিদেশি সংস্থার সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নামার জমি তৈরি করে দেবে। বিদেশি ও অনাবাসী ভারতীয়রা যাতে বিশ্বের যে-কোনও জায়গা থেকে এখানে লেনদেন চালাতে পারেন, সে জন্য এক্সচেঞ্জটি খোলা থাকবে দিনে ২২ ঘণ্টা। প্রাথমিক ভাবে লেনদেন হবে শেয়ার, মুদ্রা ও পণ্য। বিএসই কর্তৃপক্ষের দাবি, বিশ্বের অন্যতম উন্নত প্রযুক্তির এই এক্সচেঞ্জ দেশের পরিকাঠামো উন্নয়নের জন্য মূলধন সংগ্রহে বড় ভূমিকা নেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India International Exchange Narendra Modi INX
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE