Advertisement
২৫ এপ্রিল ২০২৪

আরও ঋণ এয়ার ইন্ডিয়ার

মঙ্গলবার বিমান মন্ত্রকের সচিব আর এন চৌবে জানান, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধি ও ডলারে টাকার দাম পড়ার দরুন খরচ বাড়ছে। তাই এই বন্দোবস্ত।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৮ ০২:৩২
Share: Save:

ধারের বোঝা ৪৬,০০০ কোটি টাকা। মুখ থুবড়ে পড়েছে বেসরকারিকরণের চেষ্টা। বেহাল রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে সুরাহা দিতে অগত্যা তাদের আরও ২,১০০ কোটি ঋণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে চলেছে কেন্দ্র। এ জন্য খোদ সরকার প্রদত্ত গ্যারান্টি থাকবে। ধার দেবে স্টেট ব্যাঙ্ক।

মঙ্গলবার বিমান মন্ত্রকের সচিব আর এন চৌবে জানান, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধি ও ডলারে টাকার দাম পড়ার দরুন খরচ বাড়ছে। তাই এই বন্দোবস্ত। এ ছাড়া, চলতি অর্থবর্ষে সংস্থাটিতে আরও ৮৬০ কোটি টাকা ঢালবে সরকার।

ঋণের বোঝা হাল্কা করতে বিভিন্ন সম্পত্তির সঙ্গে মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে এয়ার ইন্ডিয়া টাওয়ার বেচার চেষ্টাও করছে সংস্থাটি। কিন্তু সেই প্রস্তাব পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে কর্মী সংগঠন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Air India Debt এয়ার ইন্ডিয়া
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE