Advertisement
২৫ এপ্রিল ২০২৪

তুর্গা প্রকল্পে পরামর্শ দেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে প্রস্তাবিত তুর্গা পাম্প স্টোরেজ বিদ্যুৎ প্রকল্পের জন্য পরামর্শদাতা সংস্থা হিসেবে নিযুক্ত হচ্ছে ওয়াপকস। ওই পাহাড়েই আর একটি পাম্প স্টোরেজ প্রকল্প নির্মাণে তাদের দক্ষতা কাজে লাগানো হয়েছিল। তুর্গা প্রকল্পে প্রাথমিক রিপোর্ট তৈরি করেছে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের অধীনস্থ এই মিনি রত্ন সংস্থাটি।

পিনাকী বন্দ্যোপাধ্যায়
কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০১৫ ০২:৫৪
Share: Save:

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে প্রস্তাবিত তুর্গা পাম্প স্টোরেজ বিদ্যুৎ প্রকল্পের জন্য পরামর্শদাতা সংস্থা হিসেবে নিযুক্ত হচ্ছে ওয়াপকস। ওই পাহাড়েই আর একটি পাম্প স্টোরেজ প্রকল্প নির্মাণে তাদের দক্ষতা কাজে লাগানো হয়েছিল।

তুর্গা প্রকল্পে প্রাথমিক রিপোর্ট তৈরি করেছে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের অধীনস্থ এই মিনি রত্ন সংস্থাটি। প্রকল্পের পূর্ণাঙ্গ নকশা তৈরি হওয়ার পরে প্রযুক্তির ব্যবহার, আন্তর্জাতিক দরপত্র আহ্বানের জন্য কাগজ তৈরি, প্রকল্প নির্মাণের জন্য সংস্থা নির্বাচন সমেত প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ কাজ তাদের দিয়েই করাতে চাইছেন রাজ্য বিদ্যুৎ বণ্টন কতৃর্পক্ষ। সঙ্গে থাকবে জাপানি সংস্থা জে পাওয়ার। বণ্টন সংস্থার এক কর্তার দাবি, দেশে-বিদেশে এ ধরনের কাজে ওয়াপকস-এর সুনাম আছে। তাই তুর্গা প্রকল্পে রাষ্ট্রায়ত্ত সংস্থাটিকে যুক্ত করা হচ্ছে। প্রকল্পের সঙ্গে জুড়ে থাকবে আরও দুই কেন্দ্রীয় সংস্থা। সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি ও সেন্ট্রাল ওয়াটার কমিশন।

পাম্প স্টোরেজ বিদ্যুৎ প্রকল্প গড়তে বিশেষ দক্ষতা প্রয়োজন কেন?

বিশেষজ্ঞদের মতে, এর কারণ প্রযুক্তি ও পরিকাঠামোগত ফারাক। সাধারণ জলবিদ্যুৎ প্রকল্পে নদীতে বাঁধ দিয়ে জল ধরে রাখা হয়। তারপরে তা দিয়ে টারবাইন ঘুরিয়ে তৈরি হয় বিদ্যুৎ। কিন্তু পাম্প স্টোরেজে পাহাড়ের গায়ে দু’টি জলাধার তৈরি করা হয়। একটি উপরে ও অন্যটি নীচে। উপরের জলাধার থেকে জল ছেড়ে তা দিয়ে টারবাইন ঘুরিয়ে তৈরি হয় বিদ্যুৎ। কিন্তু সেই জল আবার জমা হয় নীচের জলাধারে। যাতে নীচের থেকে পাম্প করে প্রয়োজনে তা ফের উপরে তোলা যায়। সাধারণত রাতে বিদ্যুতের চাহিদা যখন কম থাকে, তখন নীচের জলাধার থেকে জল উপরে নেওয়া হয়। যাতে পরে দিনের বেলা চাহিদা বাড়লে, বিদ্যুৎ তৈরি করা যায় উপরে জমা জলে। এই প্রযুক্তিতে রাজ্যে প্রথম পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে অযোধ্যা পাহাড়েই। বন্টন সংস্থার কর্তা জানান, প্রস্তাবিত তুর্গা প্রকল্পে জল তুলতে সৌরবিদ্যুৎ ব্যবহার করা হবে।

উল্লেখ্য, অযোধ্যার গায়ে তুর্গা নালায় এই প্রকল্প গড়া সম্ভব বলে বছর ৩৬ আগেই রাজ্যকে জানায় সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি। কিন্তু তুর্গাকে পাশে সরিয়ে তখন ৯০০ মেগাওয়াটের পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্প তৈরি করে পূর্বতন বাম সরকার। তুর্গা প্রকল্পে হাত পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায়। ২৫০ মেগাওয়াটের ৪টি ইউনিট গড়তে শীঘ্রই কাজ শুরুর কথা। বণ্টন সংস্থা সূত্রে খবর, এ মাসেই জমা পড়বে চূড়ান্ত নকশা। পরামর্শ দিতে ওয়াপকস কত টাকা চায়, তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক চললে, ২০২১ সালের মধ্যে তৈরি হয়ে যাবে প্রথম ইউনিটও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE