Advertisement
১৯ এপ্রিল ২০২৪

এয়ারএশিয়ার সিইও হচ্ছেন অমর আব্রোল

গত কয়েক মাসের জল্পনায় দাঁড়ি। বৃহস্পতিবার এয়ারএশিয়া ইন্ডিয়া জানিয়ে দিল, তাদের সিইও হিসেবে মিট্টু চাণ্ডিল্যর জায়গায় আসছেন অমর আব্রোল। প্রায় তিন বছর আগে এই কম খরচের বিমান সংস্থাটির জন্মলগ্ন থেকেই সিইও পদে চাণ্ডিল্য। ২০১৫ সালের অগস্টে একই সঙ্গে ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও নিযুক্ত হয়েছিলেন। চলতি মাসে চুক্তি শেষ হচ্ছে তাঁর।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৬ ০৭:০৬
Share: Save:

গত কয়েক মাসের জল্পনায় দাঁড়ি। বৃহস্পতিবার এয়ারএশিয়া ইন্ডিয়া জানিয়ে দিল, তাদের সিইও হিসেবে মিট্টু চাণ্ডিল্যর জায়গায় আসছেন অমর আব্রোল। প্রায় তিন বছর আগে এই কম খরচের বিমান সংস্থাটির জন্মলগ্ন থেকেই সিইও পদে চাণ্ডিল্য। ২০১৫ সালের অগস্টে একই সঙ্গে ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও নিযুক্ত হয়েছিলেন। চলতি মাসে চুক্তি শেষ হচ্ছে তাঁর। তবে গোটা প্রক্রিয়াটি সহজ করার জন্য এপ্রিলের শেষ পর্যন্ত সংস্থার সঙ্গে থেকে তবেই বিদায় নেবেন তিনি।

প্রায় ২০ বছর কাজের অভিজ্ঞতাসম্পন্ন আব্রোল এর আগে টিউন মানি নামের একটি স্টার্ট আপ সংস্থার (নতুন সংস্থা) সিইও ছিলেন। যারা দক্ষিণ-পূর্ব এশিয়ায় সস্তায় আর্থিক পণ্য বিক্রি করে। আর তারও আগে ১৯ বছর কাটিয়েছেন আমেরিকান এক্সপ্রেসে। হংকং, সিঙ্গাপুর, ব্রিটেন, ভারত, মালয়েশিয়া-সহ বিশ্বের বিভিন্ন বাজারে ব্যবসা বাড়ানোর কাজে নেতৃত্ব দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের জুনে উড়ান চালু করা এয়ারএশিয়া ইন্ডিয়া মালয়েশিয়ার এয়ারএশিয়া বারহাদ, টাটা ও অরুণ ভাটিয়ার টেলস্ত্রা ট্রেডপ্লেস-এর যৌথ উদ্যোগ। এ দিন সংস্থার চেয়ারম্যান এস রামাদোরাই বলেন, ‘‘সেই শুরুর সময় থেকে বিমানসংস্থাটি চালাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন চাণ্ডিল্য। প্রতিযোগিতার বাজারে সংস্থার নিজস্ব জায়গা তৈরি করে দিয়েছেন।’’ রামাদোরাইয়ের মতে, চাণ্ডিল্যর উত্তরসূরি হিসেবে আব্রোল যথেষ্ট যোগ্য ও অভিজ্ঞতাসম্পন্ন। এয়ারএশিয়া ইন্ডিয়ার ভবিষ্যতের জন্য এমন একজন যোগ্য ব্যক্তিকে পরিচালনার রাশ দেওয়া জরুরি ছিল। তিনি বলেন, ‘‘আমার বিশ্বাস সকলের সঙ্গে মিলে আগামী দিনে সংস্থাকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে আব্রোল।’’

নতুন দায়িত্ব সম্পর্কে উচ্ছ্বসিত আব্রোল নিজেও। তাঁর কথায়, ‘‘এয়ারএশিয়া ইন্ডিয়ার আরও অনেক উন্নতি করার ক্ষমতা রয়েছে। আমি গোটা দলকে সেই লক্ষ্যেই চালনা করব। আরও বেশি ভারতীয়র হাতে বিমান যাত্রার সব থেকে চমকপ্রদ সুযোগগুলো তুলে দেব।’’

এ দিন আব্রোলের পাশাপাশি এয়ারএশিয়া ইন্ডিয়ার শীর্ষ পদে আরও কিছু পরিবর্তন ঘোষণা করা হয়েছে। যেমন, সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার পদে আসছেন অঙ্কুর খন্না। কিরণ জৈন হচ্ছেন বাণিজ্য বিভাগের প্রধান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

airasia new ceo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE