Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ছোট শিল্পের মন জয়ে এক ডজন প্রতিশ্রুতি

নোটবন্দি আর তড়িঘড়ি জিএসটি চালুর জোড়া ধাক্কায় মুখ ফিরিয়ে নেওয়া ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্পের মন ফিরে পেতে এক ডজন সুবিধার কথা ঘোষণা করলেন নরেন্দ্র মোদী।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি ও কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৮ ০১:২১
Share: Save:

নোটবন্দি আর তড়িঘড়ি জিএসটি চালুর জোড়া ধাক্কায় মুখ ফিরিয়ে নেওয়া ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্পের মন ফিরে পেতে এক ডজন সুবিধার কথা ঘোষণা করলেন নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর দাবি, এই সমস্ত ঐতিহাসিক সিদ্ধান্তের দৌলতে দীপাবলির রোশনাই উঠে আসবে ওই শিল্পের উঠোনে। ঘোষণাগুলিকে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকর করার আর্জি জানিয়েছে ছোট-মাঝারি সংস্থার সংগঠন ফ্যাকসি, ফসমি-সহ সংশ্লিষ্ট মহলও। কিন্তু প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের কটাক্ষ, নোট বাতিলের সিদ্ধান্তে যে শিল্পকে ২০১৭-১৮ সালে ‘মেরে ফেলা’ হল, তাকে এখন নতুন করে বাঁচিয়ে তোলা হবে কী ভাবে? তেমন কোনও জাদুদণ্ডের খোঁজ কি পেয়েছে সরকার?

এ দিনের ঘোষণায় ভোটের মুখে নোটবন্দির ক্ষতে মলম লাগানোর চেষ্টা স্পষ্ট। কেন্দ্র জানে, নোটবন্দিতে ব্যবসা সবচেয়ে ধাক্কা খেয়েছে ছোট-মাঝারি সংস্থার। জিএসটির জটিলতাতেও ক্ষুব্ধ তারা। অথচ এই ক্ষেত্রের বড় অংশ বিজেপির অন্যতম ভোটব্যাঙ্ক। তাই এই প্রতিশ্রুতি রাজনৈতিক ভাবেও জরুরি ছিল বলে ধারণা অনেকের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MSME GST Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE