Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বাজারে বিদেশি সরকারি লগ্নির নয়া বিধি

কোনও বিদেশি সরকার ও সেখানকার একাধিক সরকারি সংস্থা শেয়ার বাজারের মাধ্যমে ভারতীয় সংস্থায় পৃথক পৃথক ভাবে লগ্নি করলেও তার মোট পরিমাণ হিসেব করা হবে। সব মিলিয়ে ওই অঙ্ককে একটি বিদেশি লগ্নি (এফপিআই) হিসাবেই গণ্য করা হবে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৮ ০৩:১০
Share: Save:

কোনও বিদেশি সরকার ও সেখানকার একাধিক সরকারি সংস্থা শেয়ার বাজারের মাধ্যমে ভারতীয় সংস্থায় পৃথক পৃথক ভাবে লগ্নি করলেও তার মোট পরিমাণ হিসেব করা হবে। সব মিলিয়ে ওই অঙ্ককে একটি বিদেশি লগ্নি (এফপিআই) হিসাবেই গণ্য করা হবে। আর ওই লগ্নি সংশ্লিষ্ট ভারতীয় সংস্থার মোট শেয়ার মূলধনের ১০ শতাংশের বেশি হতে পারবে না। সম্প্রতি এই নির্দেশ দিয়েছে সেবি।

বাজার নিয়ন্ত্রকটি জানিয়েছে, লগ্নি নির্দিষ্ট সীমা ছাড়ালে সেট্‌লমেন্টের পাঁচ দিনের মধ্যে বিক্রি করতে হবে। না হলে ওই ধরনের বিনিয়োগের পুরোটাই প্রত্যক্ষ বিদেশি লগ্নি হিসাবে গণ্য হবে। ‌পাশাপাশি, এ ধরনের পরিস্থিতির কথা জানিয়ে রাখতে হবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ককে।

প্রসঙ্গত, বিদেশের কোনও সরকার বা সংস্থা শেয়ার বাজারের মাধ্যমে ভারতীয় সংস্থায় বিনিয়োগ করলে তাদের ফরেন পোর্টফোলিও ইনভেস্টর বা এফপিআই বলা হয়।

সেবি অবশ্য জানিয়েছে, ভারতের সঙ্গে কোনও বিদেশি সরকারের চুক্তিতে বিনিয়োগকারী একাধিক সংস্থার নাম উল্লেখ থাকলে তাদের মোট পুঁজিকে একটি লগ্নি হিসাবে দেখা হবে না। পৃথক পৃথক সংস্থার বিনিয়োগ হিসাবেই গণ্য করা হবে।

পাশাপাশি, বিশ্বব্যাঙ্ক গোষ্ঠীর আওতায় থাকা সংস্থা ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট (আইবিআরডি), ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (আইডিএ), মাল্টিল্যাটেরাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (এমআইজিএ) এবং ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন (আইএফসি)-র ক্ষেত্রে অবশ্য সেবির এই নতুন বিধি প্রযোজ্য হবে না। ফলে ১০% মোট লগ্নির সীমাও সেখানে খাটবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

FPI Investment Foriegn Countries
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE