Advertisement
২৫ এপ্রিল ২০২৪

লন্ডনেই নীরব, জল্পনা

ভারতে যখন তদন্তকারী সংস্থাগুলি তাঁর খোঁজে হন্যে, তখন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কাণ্ডের অভিযুক্ত নীরব মোদী নাকি ঘাঁটি গে়ড়েছিলেন লন্ডনেই। মেফেয়ারে তাঁর বিপণির উপরের ফ্ল্যাটে। এই তথ্য জানিয়েছে এক ব্রিটিশ সংবাদমাধ্যম।

নীরব মোদী। ফাইল চিত্র।

নীরব মোদী। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি ও লন্ডন শেষ আপডেট: ২৫ জুন ২০১৮ ০২:২৫
Share: Save:

ভারতে যখন তদন্তকারী সংস্থাগুলি তাঁর খোঁজে হন্যে, তখন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কাণ্ডের অভিযুক্ত নীরব মোদী নাকি ঘাঁটি গে়ড়েছিলেন লন্ডনেই। মেফেয়ারে তাঁর বিপণির উপরের ফ্ল্যাটে। এই তথ্য জানিয়েছে এক ব্রিটিশ সংবাদমাধ্যম। ফলে ব্রিটেন ক্রমশ ‘আইনের চোখে অভিযুক্তদের’ আশ্রয়স্থল হয়ে উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। বিশেষ করে বিজয় মাল্যও যখন সেখানে রয়েছেন।

ফেব্রুয়ারিতে পাসপোর্ট বাতিলের পরেও কমপক্ষে চার বার নীরব ব্রিটেন ছেড়েছেন বলে খবর। এই বিষয়টি প্রশ্ন তুলছে ব্রিটেন-ভারত সম্পর্ক নিয়েও। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পরে বাণিজ্যের ক্ষেত্রে যা তাদের চিন্তার কারণ হতে পারে বলে মত নানা মহলের।

এরই মধ্যে বিশেষ আর্থিক অঞ্চলের নিয়ম ভাঙা ও কর ফাঁকির অভিযোগে ভারতে নীরবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সুরাতের আদালত। ডিআরআই জানিয়েছে, সেটি ই-মেলে তাঁকে পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE