Advertisement
২৩ এপ্রিল ২০২৪
National News

শুধুই ট্যাক্সি নয়, এ বার ঘরে খাবারও পৌঁছে দেবে ওলা

ফোন করলে যখন যেখানে প্রয়োজন ট্যাক্সি পৌঁছে যায় ওলার। এ বার খাবারও পৌঁছে যাবে।

ওলা ট্যাক্সি। ছবি- সংগৃহীত।

ওলা ট্যাক্সি। ছবি- সংগৃহীত।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৭ ১৬:২৮
Share: Save:

অনলাইনে বুকিং করলে এ বার ঘরে ঘরে আপনার পছন্দমতো রান্না করা খাবারও পৌঁছে দেবে ‘ওলা’। প্যাকেটে।

ফোন করলে যখন যেখানে প্রয়োজন ট্যাক্সি পৌঁছে যায় ওলার। এ বার খাবারও পৌঁছে যাবে।

আর তার জন্য এ দেশে ফুডপান্ডা ইন্ডিয়ার গোটা ব্যবসাটাই কিনে নিল ওলা। বেঙ্গালুরুর সংস্থাটির তরফে জানানো হয়েছে, তার জন্য ফুডপান্ডা ইন্ডিয়ার ব্যবসায় আরও ২০ কোটি ডলার বিনিয়োগ করছে ওলা।

ওলার অন্যতম প্রতিষ্ঠাতা প্রণয় জিভরাজকা ওই ব্যবসা দেখভালের প্রধান দায়িত্বে থাকবেন।

আরও পড়ুন- গুজরাতের ফলে হাঁফ ছাড়ল বাজার​

আরও পড়ুন- এয়ারটেল ব্যাঙ্কে ১৬৮ কোটির গ্যাস-ভর্তুকি​

ভারতের ১০০টি শহরে অন্তত ১৫ হাজার রেস্তোরাঁয় ফুডপান্ডা ইন্ডিয়ার ‘ফুড জয়েন্ট’ থাকলেও, গত দু’টি অর্থবর্ষে লোকসান হয়েছে সংস্থাটির। আগামী দু’বছরের মধ্যে লাভের রাস্তায় ফিরতেই ওলার সঙ্গে এই চুক্তি হয়েছে ফুডপান্ডা ইন্ডিয়ার প্রধান সংস্থা ডেলিভারিহিরোর।

ওলার কর্ণধার ভাগিশ অগ্রবাল এই খবর দিয়ে তাঁর টুইটে লিখেছেন, ‘‘আমাদের লক্ষ্য, ফুডপান্ডা ইন্ডিয়ার টিমকে সঙ্গে নিয়েই ভারতের সেরা অনলাইন ফুড সার্ভিস হয়ে ওঠা।’’

খাবারদাবারের ব্যবসাটা অবশ্য এই প্রথম করছে না ওলা। এর আগে চালু হয়েছিল ওলা ক্যাফে। তবে এক বছর চলার পর তা বন্ধ হয়ে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE