Advertisement
১৬ এপ্রিল ২০২৪

দেশের অর্থনীতির চার চাকার তিনটেই এখন ফাটা, বলছেন চিদম্বরম

অর্থনীতির বেহাল দশা নিয়ে মোদী সরকারকে ফের তুলোধোনা করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তার তুলনা টানলেন এমন চার চাকা গাড়ির সঙ্গে, যার তিনটি টায়ারই ফাটা। একই সঙ্গে তোপ দাগলেন তেলের চড়া দর নিয়ে।

পি চিদম্বরম

পি চিদম্বরম

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ জুন ২০১৮ ০২:৫৪
Share: Save:

অর্থনীতির বেহাল দশা নিয়ে মোদী সরকারকে ফের তুলোধোনা করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তার তুলনা টানলেন এমন চার চাকা গাড়ির সঙ্গে, যার তিনটি টায়ারই ফাটা। একই সঙ্গে তোপ দাগলেন তেলের চড়া দর নিয়ে।

সম্প্রতি দেশে পেট্রল, ডিজেলের দাম কিছুটা কমেছে। কিন্তু এখনও তা যথেষ্ট চড়া। এ নিয়ে আমজনতার ক্ষোভ সামাল দিতে তাকে জিএসটির আওতায় আনার কথা বলছে কেন্দ্র। সে প্রসঙ্গ টেনে সোমবার এআইসিসি দফতরে সাংবাদিক সম্মেলনে চিদম্বরম বলেন, কেন্দ্র ও সিংহভাগ রাজ্যে ক্ষমতায় বিজেপি। তাই রাজ্যকে না দুষে তারা নিজেরাই তো তা করতে পারে। তাঁর মতে, তেলের দাম এত বাড়ার কোনও কারণই নেই।

এ দিন প্রাক্তন অর্থমন্ত্রীর ফের দাবি, অর্থনীতির চার চাকার মধ্যে তিনটিরই (রফতানি, বেসরকারি লগ্নি ও বাজারে চাহিদা) টায়ার ফেটে গিয়েছে। আস্ত শুধু সরকারি ব্যয়। অর্থাৎ, শুধু তার উপর ভরসা করেই অর্থনীতি চলছে বলে তাঁর অভিযোগ।

একই সঙ্গে, কাজের সুযোগ তৈরি করতে না পারা এবং বিপুল অনাদায়ী ঋণ নিয়েও কেন্দ্রকে বিঁধেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

P. Chidambaram Fuel Price Hike
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE