Advertisement
২৪ এপ্রিল ২০২৪

পিছোল মজুরি-বৈঠক, ক্ষুব্ধ বাগান শ্রমিকেরা

চা বাগানে ন্যূনতম মজুরির পূর্ণাঙ্গ কাঠামো নিয়ে বৈঠক পিছনোয় ক্ষুব্ধ শ্রমিক ইউনিয়নগুলি। ৩০ জুলাই তা হওয়ার কথা ছিল উত্তরকন্যায়। রাজ্যের শ্রম দফতর জানিয়েছে, সেখানেই ওই বৈঠক হবে ৬ অগস্ট।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৮ ০২:৪২
Share: Save:

চা বাগানে ন্যূনতম মজুরির পূর্ণাঙ্গ কাঠামো নিয়ে বৈঠক পিছনোয় ক্ষুব্ধ শ্রমিক ইউনিয়নগুলি। ৩০ জুলাই তা হওয়ার কথা ছিল উত্তরকন্যায়। রাজ্যের শ্রম দফতর জানিয়েছে, সেখানেই ওই বৈঠক হবে ৬ অগস্ট।

ন্যূনতম মজুরির দাবিতে দার্জিলিং বাদে উত্তরবঙ্গের বাগানগুলিতে ২৩-২৫ জুলাই ধর্মঘট ডেকেছিল ইউনিয়নগুলির জয়েন্ট ফোরাম। ২৪ জুলাই ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘট ডেকেছিল উত্তরবঙ্গের চা বলয়ে। কিন্তু ১৬ জুলাই ত্রিপাক্ষিক আলোচনায় রাজ্য ৩০ তারিখ ওই বৈঠকের প্রতিশ্রুতি দেওয়ায় ধর্মঘট স্থগিত রাখা হয়। শুক্রবার ইউটিইউসির সাধারণ সম্পাদক অশোক ঘোষের অভিযোগ, রাজ্য এ নিয়ে দীর্ঘসূত্রতার পথ নিয়েছে। শ্রমিকদের ধর্মঘট ও সংগ্রামের মানসিকতা নষ্টের অপচেষ্টা এটি। ফোরামের আহ্বায়ক জিয়া উল আলমও বলেন, ‘‘শ্রমমন্ত্রী ও শ্রম কমিশনারের প্রতিশ্রুতির উপর নির্ভর করছি। অন্যথায় পরিস্থিতির দায় সম্পূর্ণ ভাবেই ওঁদের উপর বর্তাবে।’’

শ্রম কমিশনার জাভেদ আখতার অবশ্য বলছেন, ‘‘অনিবার্য কারণে বৈঠক পিছিয়েছে। তবে অভিযোগের অধিকার সকলের আছে। সেটা ওঁদের ব্যাপার।’’ সরকারি সূত্রের খবর, বিধানসভা চলায় ৩০ জুলাই শ্রমমন্ত্রী মলয় ঘটকের থাকা অনিশ্চিত। তাই বৈঠক পিছিয়েছে। যদিও সরকারি ভাবে কেউ মুখ খুলতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tea labour
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE