Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Business News

বাজারে এল পেটিএম-এর ব্যাঙ্ক, কী কী পরিষেবা থাকছে এতে?

এত দিন তাদের পরিষেবা সীমিত ছিল শুধুই অনলাইন লেনদেনে। এ বার সেই বিস্তার বাড়িয়ে পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে এল পেটিএম। মঙ্গলবার নয়ডাতে পেমেন্ট ব্যাঙ্ক পরিষেবা শুরু করল অনলাইন রিচার্জ ও শপিং সংস্থা পেটিএম।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ মে ২০১৭ ১৫:২৩
Share: Save:

এত দিন তাদের পরিষেবা সীমিত ছিল শুধুই অনলাইন লেনদেনে। এ বার সেই বিস্তার বাড়িয়ে পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে এল পেটিএম। মঙ্গলবার নয়ডাতে পেমেন্ট ব্যাঙ্ক পরিষেবা শুরু করল অনলাইন রিচার্জ ও শপিং সংস্থা পেটিএম। প্রথম বছরেই সারা দেশে ৩১টি শাখা ও ৩ হাজার কাস্টমার সার্ভিস পয়েন্ট তৈরির লক্ষমাত্রা নিয়ে বাজারে নামল পেটিএম। এয়ারটেল এবং ইন্ডিয়া পোস্ট-র পর তৃতীয় সংস্থা হিসাবে ভারতের বাজারে পেমেন্ট ব্যাঙ্ক আনল পেটিএম।

সংস্থা সূত্রে খবর, প্রাথমিক ভাবে ৪০০ কোটি বিনিয়োগ করা হয়েছে এই পরিষেবার পিছনে। ২০২০-র মধ্যে ৫০ কোটি গ্রাহক তৈরির লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

আরও পড়ুন: পেটিএম, ফ্রিচার্জ ব্যবহার করার কী কী সুবিধা, অসুবিধা

পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের সিইও রেনু শেট্টি বলেন, “দেশের অনুন্নত ও পিছিয়ে পড়া শ্রেণির জন্য কাজ করাই আমাদের ব্যাঙ্কের প্রাথমিক লক্ষ্য।”

গত বছরের অগস্টেই পেমেন্টস ব্যাঙ্ক খুলতে ১১ আবেদনকারীকে নীতিগত ভাবে অনুমোদন দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। এর মধ্যে ডাক বিভাগ, ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি-র (এনএসডিএল) মতো সরকারি সংস্থা যেমন ছিল, তেমনই ছিল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, আদিত্য বিড়লা নুভোর মতো প্রথম সারির কর্পোরেট সংস্থা। ভোডাফোন এম-পেসা, এয়ারটেল-এম কমার্স-এর মতো টেলিকম শিল্পের প্রতিনিধি যেমন তালিকায় ঠাঁই পেয়েছিল, তেমনই সবুজ সঙ্কেত পেয়েছিল তথ্যপ্রযুক্তি সংস্থা টেক মহীন্দ্রা। অনুমোদন পান সান ফার্মার প্রতিষ্ঠাতা-এমডি দিলীপ শান্তিলাল সঙ্ঘভি এবং পেটিএমের প্রতিষ্ঠাতা-সিইও বিজয় শেখর শর্মাও।

আসলে কী এই পেমেন্ট ব্যাঙ্ক?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Paytm Payments Bank Noida E-Wallet Bank
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE