দেশ জুড়ে পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দেওয়া হল। আগামী ১২ জুলাই ওই ধর্মঘট ডেকেছে পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন (এআইপিডিএ)। তার আগে আগামী ৫ জুলাই প্রতীকী প্রতিবাদ দিবসও পালন করা হবে।
ওই সংগঠনের দাবি, পেট্রোল পাম্পগুলিকে তেল সরবরাহের ক্ষেত্রে ১০০ শতাংশ স্বয়ংক্রিয় করে তোলার প্রতিশ্রুতি এখনও পালন করেনি তেল বিক্রয়কারী সংস্থাগুলি। পাশাপাশি প্রতি দিন তেলের দাম পরিবর্তন সংক্রান্ত বিষয়েও স্বচ্ছতার অভাব রয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। এই দাবি নিয়ে সংস্থাগুলির সঙ্গে বৈঠকে কোনও সুরাহা না মেলায় সারা দেশে পেট্রোল পাম্পগুলি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এআইপিডিএ সূত্রে খবর, গত ২৯ জুন তেল বিক্রয়কারী সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসেছিল তারা। প্রায় তিন ঘণ্টার ওই বৈঠকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এআইপিডিএ-র তরফে ৩০ জুন বেলা ২টো পর্যন্ত সময় দেওয়া হয়। কিন্তু, নির্ধারিত সময়ের মধ্যে কোনও আশ্বাস না মেলায় ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ওই সংস্থাটি।
আরও পড়ুন: মিশ্র প্রভাব জুনের গাড়ি বিক্রিতে