Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রাজ্যের শিল্পকে লগ্নির ডাক হাসিনার

রাজ্যের শিল্পকর্তারা জানান, বৈঠকে বাংলাদেশে কিছু পণ্যের চড়া আমদানি শুল্ক, পণ্য পরিবহণ সমস্যার কথা তুলে ধরেছেন তাঁরা। সড়কের পাশাপাশি গুরুত্ব পেয়েছে নদীপথের মতো বিকল্প পরিবহণ ব্যবস্থা গড়ার প্রয়োজনীয়তা। পাট শিল্পকে চাঙ্গা করতে দু’দেশের যৌথ ভাবে কাজের প্রস্তাবও দেওয়া হয়েছে। 

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০১৮ ০৪:০৭
Share: Save:

বাংলাদেশে উন্নয়নের জন্য এ রাজ্যের শিল্প কর্তাদের লগ্নির আহ্বান জানালেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আশ্বাস, বিনিয়োগকারীদের সব রকম সহায়তা দেবে তাঁর সরকার।

শুক্রবার শান্তিনিকেতন থেকে ফিরে সন্ধ্যায় রাজ্যের কিছু শিল্পকর্তার সঙ্গে কলকাতায় ঘরোয়া বৈঠকে বসেছিলেন হাসিনা। জে পি চৌধুরী, চন্দ্রশেখর ঘোষ, সঞ্জয় বুধিয়া, রুপেণ রায়, আদিত্য অগ্রবাল, সীতারাম শর্মা, রজত ভার্গব, বাণী রায়চৌধুরী, সুশীল পোদ্দারের পাশাপাশি সেখানে ছিলেন বাংলাদেশের শিল্পকর্তা তথা ইন্ডিয়া বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট আব্দুল মতলুব আহমেদও।

পরে রাজ্যের শিল্পকর্তারা জানান, বৈঠকে বাংলাদেশে কিছু পণ্যের চড়া আমদানি শুল্ক, পণ্য পরিবহণ সমস্যার কথা তুলে ধরেছেন তাঁরা। সড়কের পাশাপাশি গুরুত্ব পেয়েছে নদীপথের মতো বিকল্প পরিবহণ ব্যবস্থা গড়ার প্রয়োজনীয়তা। পাট শিল্পকে চাঙ্গা করতে দু’দেশের যৌথ ভাবে কাজের প্রস্তাবও দেওয়া হয়েছে।

বৈঠকে হাসিনাকে বাংলাদেশে শিক্ষা, হোটেল, খাদ্য প্রক্রিয়াকরণে তাঁদের লগ্নির ভাবনার কথা জানান উপস্থিত অনেকেই। পাল্টা সে দেশের উন্নয়নে এ রাজ্যের বিনিয়োগ কতটা গুরুত্বপূর্ণ, সেই বার্তা দিয়েছেন হাসিনাও, বলেন মতলুব। তাঁর দাবি, ‘‘বাংলাদেশে লগ্নি টানার সহায়ক বিধি আছে। পরিবহণ সমস্যা মেটাতে কাজ চলছে পরিকাঠামো উন্নয়নের। আর অসম-বাংলাদেশ নদীপথ পরিবহণের উন্নতির জন্য নরেন্দ্র মোদীর কাছে সাহায্য চেয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। যে ব্যবস্থায় উপকৃত হবে পশ্চিমবঙ্গও।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sheikh Hasina Narendra Modi India Bangladesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE