Advertisement
১৮ এপ্রিল ২০২৪
ওয়াশিংটনের মন গলাতে চাবাহার-তাস কেন্দ্রের

ইরানি তেলে আশার আলো

ইরান থেকে তেল আনা হঠাৎ বন্ধ করলে, তেল ভাণ্ডারে তো বটেই, প্রভাব পড়বে ভারত-ইরানের যৌথ উদ্যোগ চাবাহার বন্দর প্রকল্পেও।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৮ ০৩:৫৮
Share: Save:

ইরান থেকে তেল আমদানি বন্ধ করা নিয়ে মার্কিন সুর নরম করতে চাবাহার-তাস খেলল সাউথ ব্লক। যার সঙ্গে জড়িত মার্কিন স্বার্থও। দিল্লির আশা, এতে কিছুটা অন্তত মন গলবে ওয়াশিংটনের।

ভারতে এসেছে মার্কিন ট্রেজারি বিভাগের সহ সচিব মার্শাল বিলিংস্লির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বিদেশ, অর্থ, স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন তাঁরা। সূত্রের খবর, সেখানে ভারত জানিয়েছে, ইরান থেকে তেল আনা হঠাৎ বন্ধ করলে, তেল ভাণ্ডারে তো বটেই, প্রভাব পড়বে ভারত-ইরানের যৌথ উদ্যোগ চাবাহার বন্দর প্রকল্পেও।

ইরানে ওই বন্দর ব্যবহারের অধিকার পাওয়ায় পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তােন যেতে পারছে ভারত। ওই দেশের পুনর্গঠন ও শান্তি প্রক্রিয়ায় এর গুরুত্ব আমেরিকাও অস্বীকার করতে পারে না।

বিশেষত তালিবানদের কোণঠাসা করায়।দিল্লির আশা, সব বুঝে ইরানি তেলে কিছুটা ছাড় দেবে আমেরিকা। সম্প্রতি সেই ইঙ্গিত সামান্য দিয়েছেও তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Oil India Iran America Donald Trump
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE