Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সম্পর্কে চিড়, কমেছে কথাও

মনমোহনের অভিযোগ, মোদী সরকার দেশের প্রতিষ্ঠানগুলির গুরুত্ব খর্ব করার চেষ্টা করছে। যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তাঁর আক্ষেপ, ‘‘রিজার্ভ ব্যাঙ্ক ও অর্থ মন্ত্রকের সম্পর্ক তলানিতে ঠেকেছে।’’ তবে অবশেষে মিটমাটের উদ্যোগ শুরুতে  তিনি খুশি। 

মনমোহন সিংহ ও পি চিদম্বরম

মনমোহন সিংহ ও পি চিদম্বরম

সংবাদ সংস্থা
ইনদওর ও হায়দরাবাদ শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ০২:৩০
Share: Save:

রিজার্ভ ব্যাঙ্কের বোর্ডের বৈঠকে কেন্দ্র ও শীর্ষ ব্যাঙ্কের মতানৈক্য মেটাতে প্রাথমিক কথাটুকু হয়েছে। এ অবস্থায় বিষয়টি নিয়ে মোদী সরকারকে ফের আক্রমণ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁদের অভিযোগ, এতে আখেরে ক্ষতি অর্থনীতিরই।

মনমোহনের অভিযোগ, মোদী সরকার দেশের প্রতিষ্ঠানগুলির গুরুত্ব খর্ব করার চেষ্টা করছে। যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তাঁর আক্ষেপ, ‘‘রিজার্ভ ব্যাঙ্ক ও অর্থ মন্ত্রকের সম্পর্ক তলানিতে ঠেকেছে।’’ তবে অবশেষে মিটমাটের উদ্যোগ শুরুতে তিনি খুশি।

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের দাবি, ইউপিএ আমলে কেন্দ্র ও শীর্ষ ব্যাঙ্ক হাত মিলিয়ে কাজ করত। তাতে অনেকে অবশ্য মনে করাচ্ছেন, তিনি অর্থমন্ত্রী থাকাকালীন শীর্ষ ব্যাঙ্কের উপর চাপ তৈরির কথা বলেছিলেন প্রাক্তন গভর্নর ডি সুব্বারাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE