Advertisement
২৪ এপ্রিল ২০২৪

পুঁজির জন্য ঋণে ছাড়, স্বস্তি তেল সংস্থার 

ডলারের নিরিখে টাকা ছুঁয়েছে সর্বনিম্ন দাম। চার বছরে সর্বোচ্চ অশোধিত তেল। ফলে তেল আমদানির খরচ বেড়ে চলেছে লাফিয়ে লাফিয়ে। এই পরিস্থিতিতে তেল সংস্থাগুলিকে কিছুটা স্বস্তি দিল রিজার্ভ ব্যাঙ্ক। কার্যকরী মূলধন সংগ্রহের জন্য বিদেশি ঋণ নেওয়ার বিধি অনেকটাই শিথিল করল তারা।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৮ ০৩:১২
Share: Save:

ডলারের নিরিখে টাকা ছুঁয়েছে সর্বনিম্ন দাম। চার বছরে সর্বোচ্চ অশোধিত তেল। ফলে তেল আমদানির খরচ বেড়ে চলেছে লাফিয়ে লাফিয়ে। এই পরিস্থিতিতে তেল সংস্থাগুলিকে কিছুটা স্বস্তি দিল রিজার্ভ ব্যাঙ্ক। কার্যকরী মূলধন সংগ্রহের জন্য বিদেশি ঋণ নেওয়ার বিধি অনেকটাই শিথিল করল তারা। ফলে এ বার তেল সংস্থাগুলি বিদেশ থেকে ডলারে ৩ থেকে ৫ বছরের দীর্ঘ মেয়াদি ঋণ নিতে পারবে। ঋণের ঊর্ধ্বসীমা ১,০০০ কোটি ডলার। এই সিদ্ধান্তের ফলে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো সংস্থাগুলির তেল আমদানিতে সুবিধা হবে। কারণ, ভারতের তেলের চাহিদার ৮১% আসে আমদানিকৃত তেল থেকে।

এর আগে পর্যন্ত দেশীয় তেল সংস্থাগুলি বিদেশ থেকে বাণিজ্যিক ঋণ নিতে পারত না। বড় জোর ১২ মাসের জন্য ধারে অশোধিত তেল কিনতে পারত তারা। দাম মেটানোর পর ফের বাকিতে তেল কেনা যেত।

রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তের পরে আর্থিক বিষয়ক সচিব সুভাষচন্দ্র গর্গের টুইট, ‘‘৩-৫ বছরের মেয়াদে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ১,০০০ কোটি ডলার তুলতে পারবে। এ জন্য বৈদেশিক বাণিজ্য ঋণ সংক্রান্ত বিধিতে পরিবর্তন করেছে রিজার্ভ ব্যাঙ্ক।’’ আর শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে বিজ্ঞপ্তি জারির পর থেকেই সংশোধিত বিধির সুবিধা পাবে তেল সংস্থাগুলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

RBI Oil Companies Fuel Price
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE