Advertisement
১৭ এপ্রিল ২০২৪

সব শাখায় চোখ সম্ভব নাকি, দায় এড়ালেন নীরব কাণ্ডে

উল্টে সব প্রতারণার দায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের উপরেই চাপিয়েছেন তিনি। বলেছেন, লেনদেন পরীক্ষার ক্ষেত্রে ভরসা করতে হয় ব্যাঙ্কের নিজস্ব অডিটেই। বিপদের গন্ধ মিললে নজরদারি করে শীর্ষ ব্যাঙ্ক।

নীরব মোদী। —ফাইল চিত্র।

নীরব মোদী। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জুন ২০১৮ ০২:৫৫
Share: Save:

শুধু নীরব মোদী, মেহুল চোক্সী নন। প্রতি বছরই ব্যাঙ্কে হাজার হাজার কোটি টাকা প্রতারণা হচ্ছে। অর্থ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির সামনে এই তথ্য তুলে ধরেই রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর উর্জিত পটেলের দাবি, দেশে ব্যাঙ্কের ১.১৬ লক্ষ শাখার প্রতিটিতে তাঁদের নজরদারি চালানো অসম্ভব। উল্টে সব প্রতারণার দায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের উপরেই চাপিয়েছেন তিনি। বলেছেন, লেনদেন পরীক্ষার ক্ষেত্রে ভরসা করতে হয় ব্যাঙ্কের নিজস্ব অডিটেই। বিপদের গন্ধ মিললে নজরদারি করে শীর্ষ ব্যাঙ্ক।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (পিএনবি) নীরবদের ১৩,০০০ কোটি প্রতারণা নিয়ে উত্তাল দেশ। অরুণ জেটলি এ নিয়ে আঙুল তুলেছেন রিজার্ভ ব্যাঙ্কের দিকে। পাশে দাঁড়াননি শীর্ষ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ওয়াই ভি রেড্ডিও। সূত্রের খবর, কমিটিতে সৌগত রায়, ভত্রুহরি মহতাবদের প্রশ্ন ছিল, নীরব কেলেঙ্কারি কি রিজার্ভ ব্যাঙ্কের নজরদারির ব্যর্থতা নয়? উর্জিতের জবাব, তাঁদের তৈরি ত্রিস্তরীয় প্রতিরক্ষা কাঠামো ও নির্দেশিকা রয়েছে।

কিন্তু পিএনবি-তে প্রতারণা আটকানোর এই তিনটি স্তরই ব্যর্থ হয়েছে। তাঁর আরও দাবি, শীর্ষ ব্যাঙ্কের সব নির্দেশিকা মানা হচ্ছে বলে পিএনবি রিপোর্ট দিলেও, তা যে ভুল ছিল পরে স্পষ্ট হয়। উর্জিতের মতে, প্রতারণার ঝুঁকি এড়াতে ব্যাঙ্ক পর্ষদেরই দায়িত্ব ফাঁকফোকর বোজানো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE