Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Low-Cost 4G Android Smartphone news

গুগলের সঙ্গে মিলে খুব সস্তায় ফোর জি স্মার্টফোন আনছে রিলায়্যান্স জিও

সাধ্যের মধ্যে সাধপূরণ। এই মন্ত্রেই স্মার্টফোন ও নেটদুনিয়া মাতিয়ে তুলতে গাঁটছড়া বেঁধেছে গুগল ও রিলায়্যান্স জিও। আনতে চলেছে কমদামি ফোর জি স্মার্টফোন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ১৫:০১
Share: Save:

সাধ্যের মধ্যে সাধপূরণ। এই মন্ত্রেই স্মার্টফোন ও নেটদুনিয়া মাতিয়ে তুলতে গাঁটছড়া বেঁধেছে গুগল ও রিলায়্যান্স জিও। আনতে চলেছে কমদামি ফোর জি স্মার্টফোন।

গুগুল আগামী দিনে এমনই একটি স্মার্টফোন বানাতে চলেছে যা চলবে মুকেশ অম্বানীর ফোর জি রিলায়্যান্স জিও নেটওয়ার্কেই। এই ফোর জি স্মার্টফোন মিলবে অনেক সস্তায়। দাম হবে সাধারণ মানুষের এক্কেবারে নাগালের মধ্যে।

আরও পড়ুন: উঠে গেল নগদ তোলার সাপ্তাহিক সীমা

এই ফোর জি অ্যান্ড্রয়েড ফোনে থাকবে গুগলের সব রকম অ্যাপ্লিকেশনই। কম খরচে গ্রাহকরা এক দিকে যেমন পাবেন গুগল ফোনের মালিক হওয়ার সুযোগ, তেমনই পাবেন রিলায়্যান্স জিও নেটওয়ার্কের সব ধরনের সুযোগ-সুবিধে। স্মার্টফোন তৈরির পাশাপাশি স্মার্ট টিভি তৈরি করার জন্যও জিও এবং গুগল একত্রে কাজ করছে। জানা গিয়েছে, গ্রাহকদের জন্য চলতি বছরের শেষের দিকেই আসতে চলেছে স্মার্ট টিভি। এমনই দাবি বিজনেস লাইনের।

এই বছরের শুরুতেই আইআইটি খড়্গপুরে এসে গুগুল-এর সিইও সুন্দর পিচাই জানিয়েছিলেন, ভারতে ইন্টারনেট পরিষেবাকে দ্রুত ঘরে ঘরে পৌঁছে দিতে হলে এ দেশে কম দামে অত্যাধুনিক স্মার্টফোন সরবরাহ করতে হবে। গুগল এই নিয়ে কাজ করছে বলেও তখনই জানিয়েছিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE