Advertisement
২২ মার্চ ২০২৩

ডোকোমো নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের আর্জি খারিজ

টাটা সন্সকে তাদের প্রাক্তন জাপানি সহযোগী ডোকোমোর হাতে ক্ষতিপূরণ হিসেবে ১১৭ কোটি ডলার তুলে দেওয়ার নির্দেশ বহাল রাখল দিল্লি হাইকোর্ট। এবং সেই সঙ্গে নস্যাৎ করল এ ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্কের থেকে সায় পাওয়ার বাধ্যবাধকতা।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ০২:৪৫
Share: Save:

টাটা সন্সকে তাদের প্রাক্তন জাপানি সহযোগী ডোকোমোর হাতে ক্ষতিপূরণ হিসেবে ১১৭ কোটি ডলার তুলে দেওয়ার নির্দেশ বহাল রাখল দিল্লি হাইকোর্ট। এবং সেই সঙ্গে নস্যাৎ করল এ ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্কের থেকে সায় পাওয়ার বাধ্যবাধকতা। বিচারপতি এস মুরলীধর এ দিন তাঁর রায়ে টাটা-ডোকোমো কাণ্ডে রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপ করার আর্জিও খারিজ করেছেন। বলেছেন, টাকা মেটানোর মামলায় শীর্ষ ব্যাঙ্ক কোনও পক্ষই নয়।

Advertisement

আরও পড়ুন:পুরনো গাড়ি বাতিল নিয়ে আর্জি

টাটা-ডোকোমো যৌথ উদ্যোগ ছাড়ার জন্য এনটিটি ডোকোমো-কে ১১৭ কোটি ডলার দিতে টাটা সন্সকে নির্দেশ দিয়েছিল লন্ডনের সালিশি আদালত। টাটারাও তা দিতে রাজি। কিন্তু আইন দেখিয়ে বাদ সেধেছিল রিজার্ভ ব্যাঙ্ক। এ দিন আদালত জানিয়েছে, শর্ত মাফিক যৌথ উদ্যোগটিতে ডোকোমোর অংশীদারি কেনার জন্য ক্রেতা জোগাড় করতে ব্যর্থ হয়েছে টাটারা। ফলে ওই ক্ষতিপূরণ দেবে তারা। একই সঙ্গে তারা জানিয়েছে, এই ক্ষতিপূরণ দিতে রিজার্ভ ব্যাঙ্কের সায়ও লাগবে না।

সালতামামি

Advertisement


মার্চ, ২০০৯: টাটা টেলির ২৬.৫% শেয়ার কিনল ডোকোমো


জুলাই, ২০১৪: যৌথ উদ্যোগ ছাড়তে চাইল ডোকোমা। দর চাইল শেয়ারে ৫৮ টাকা


ফেব্রুয়ারি, ২০১৫: সায় দিল না রিজার্ভ ব্যাঙ্ক


জুন, ২০১৬: লন্ডনে সালিশি আদালতে হার টাটাদের। ১১৭ কোটি ডলার ডোকোমো-কে দিতে নির্দেশ


সেপ্টেম্বর, ২০১৬: দিল্লি হাইকোর্টে গেল টাটা সন্স


ফেব্রুয়ারি, ২০১৭: ডোকোমোর সঙ্গে রফায় রাজি টাটারা। জানাল, ১১৮ কোটি ডলারে কিনবে ডোকোমোর শেয়ার


মার্চ, ২০১৭: রিজার্ভ ব্যাঙ্কের সায় আদৌ প্রয়োজন কি না, জানতে চাইল দিল্লি হাইকোর্ট


এপ্রিল, ২০১৭: ১১৭ কোটি ডলার মেটানোর নির্দেশ বহাল দিল্লি হাইকোর্টের। রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপের আর্জি খারিজ

টাটা সন্সের দাবি, এই রায়ের ফলে ক্ষতিপূরণ মেটাতে ও যৌথ উদ্যোগের ২৬% হাতে নিতে বাধা রইল না। আর ডোকোমোর আশা, এ বার বিষয়টিতে আর গোল পাকাবে না আরবিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.