Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রাজ্যের রাজস্ব ক্ষতি কমেছে

জিএসটি চালু হওয়ার পরে গত অর্থবর্ষের তুলনায় এ বছর এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজস্ব ক্ষতি কমেছে। শুক্রবার অর্থ মন্ত্রকের পেশ করা হিসেব অনুসারে, ২০১৭ সালের জুলাইয়ে জিএসটি চালুর পরে গত অর্থবর্ষে পশ্চিমবঙ্গের রাজস্ব ক্ষতি ছিল ১৩%। চলতি অর্থবর্ষে অগস্ট পর্যন্ত তা ৭ শতাংশে নেমেছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৪৯
Share: Save:

জিএসটি চালু হওয়ার পরে গত অর্থবর্ষের তুলনায় এ বছর এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজস্ব ক্ষতি কমেছে। শুক্রবার অর্থ মন্ত্রকের পেশ করা হিসেব অনুসারে, ২০১৭ সালের জুলাইয়ে জিএসটি চালুর পরে গত অর্থবর্ষে পশ্চিমবঙ্গের রাজস্ব ক্ষতি ছিল ১৩%। চলতি অর্থবর্ষে অগস্ট পর্যন্ত তা ৭ শতাংশে নেমেছে।

এ দিন ভিডিয়ো কনফারেন্সে রাজ্যগুলির অর্থমন্ত্রীদের সঙ্গে জিএসটি পরিষদের বৈঠক হয়। তার পরে মন্ত্রকের দাবি, মিজোরাম, সিকিম, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর ও অন্ধ্রপ্রদেশ বাদে বাকি ২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকেই ক্ষতিপূরণ দিতে হচ্ছে। পঞ্জাব, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পুদুচেরির মতো রাজ্যের রাজস্ব ক্ষতি ৩৫ শতাংশের উপরে। তবে গড় ক্ষতির হার গত বছরের তুলনায় কমেছে বলে মন্ত্রকের দাবি।

উল্লেখ্য, ২০১৫-১৬ সালে রাজ্যগুলির পরোক্ষ কর বাবদ যত আয় ছিল, প্রতি বছর রাজস্ব আয় ১৪% হারে বাড়বে ধরে নিয়ে এই রাজস্ব ক্ষতির হিসেব হয়। আয় সেই তুলনায় কম হলে, জিএসটি চালুর পর পাঁচ বছর পর্যন্ত রাজ্যগুলিকে সেই ক্ষতি মেটাবে কেন্দ্র।

এ দিকে, বন্যার ধাক্কা সামলাতে কেরল রাজ্য-জিএসটির উপরে বিশেষ কর বসানোর দাবি করেছিল। যা পরিষদই বসাতে পারে। তাই কী ভাবে ও কোন পণ্যে কর বসবে, তা খতিয়ে দেখতে বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীর নেতৃত্বে ৭ রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে কমিটি গড়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Revenue West Bengal GST
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE