Advertisement
২০ এপ্রিল ২০২৪
Business News

ডলারের তুলনায় সর্বকালীন রেকর্ড পতন টাকার

টাকার দাম নিম্নগামী কেন? শেয়ারবাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, মূলত তুরস্কের আর্থিক সংকটের জন্যই টাকার দামে পতন ঘটেছে।

ডলারের চুলনায় নিম্নগামী টাকা। —ফাইল চিত্র।

ডলারের চুলনায় নিম্নগামী টাকা। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৮ ১৭:২৭
Share: Save:

সপ্তাহের প্রথম দিনেই নয়া রেকর্ড দাম পড়ল টাকার। সোমবার ডলার প্রতি টাকার দাম কমে দাঁড়ায় ৬৯ টাকা ৬২ পয়সা। দিনের শেষে তা গিয়ে দাঁড়ায় ৬৯ টাকা ৪৭ পয়সা।

টাকার দাম নিম্নগামী কেন? শেয়ারবাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, মূলত তুরস্কের আর্থিক সংকটের জন্যই টাকার দামে পতন ঘটেছে। তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরডোয়ান সে দেশের অর্থনীতির উপর ক্রমশ নিজের নিয়ন্ত্রণ কায়েম করতে শুরু করেছেন। সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কের ক্রমাগত অবনতি হওয়াতেও তার প্রভাব পড়েছে সে দেশের বাজারে। ফলে দাম পড়ছে তুরস্কের মুদ্রা লিরার। তারই প্রভাবে এ দেশের বাজারেও টাকার দাম পড়েছে।

লন্ডনের অর্থনীতির গবেষণা বিষয়ক পরামর্শদাতা সংস্থা ক্যাপিটাল ইকনমিকস-এর চিফ গ্লোবাল ইকনমিস্ট অ্যান্ড্রু কানিংহ্যাম বলেন, “গত মে মাস থেকেই লিরার পতন ঘটতে শুরু হয়েছিল। যার ফলে তুরস্কের অর্থনীতিতে মন্দা দেখা দিতে পারে। এতে সে দেশের ব্যাঙ্কিং ক্ষেত্রও সংকটে পড়তে পারে।”

আরও পড়ুন: ডিজিটালে ঝুঁকিই বাজি সুরক্ষা-ব্যবসার

আরও পড়ুন: দূষণ কাণ্ডের ছায়া দীর্ঘ হচ্ছে গাড়ি শিল্পে

এ দিন সকালে কেনাবেচা শুরু হতেই শেয়ার সূচক সেনসেক্স প্রায় ৩০০ পয়েন্ট নীচে নেমে যায়। দিনের শেষে তা দাঁড়ায় ৩৭,৬৪৪ অঙ্কে। গোটা পরিস্থিতির দিকেই নজর রাখছে রিজার্ভ ব্যাঙ্ক।

(শেয়ার বাজার থেকে মিউচুয়াল ফান্ড, বিনিয়োগের খুঁটিনাটি - জানতে পড়ুন আমাদের ব্যবসা বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rupee US Dollar Turkey Crisis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE