Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ফের অভিযোগ ঋণ নিয়ে প্রতারণার

এসবিআইয়ের অভিযোগ, নানা ধরনের দামি গাড়ি কেনার নাম করে তাদের তামিলনাড়ুর একটি শাখা  থেকে প্রায় ৩.২৯ কোটি টাকা ঋণ নিয়েছিলেন মোট ১৩ জন ব্যক্তি। যার মধ্যে রয়েছেন কাবাডি খেলোয়াড় রাজাও। কিন্তু পরে দেখা গিয়েছে গাড়ি কেনার বদলে ওই টাকা বেআইনি ভাবে লাগানো হয়েছে একটি তামিল সিনেমা তৈরির কাজে।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৮ ০১:৩৭
Share: Save:

আবার ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ। সেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেই। এ বার অভিযোগ স্টেট ব্যাঙ্কের (এসবিআই) তরফ থেকে।

এসবিআইয়ের অভিযোগ, নানা ধরনের দামি গাড়ি কেনার নাম করে তাদের তামিলনাড়ুর একটি শাখা থেকে প্রায় ৩.২৯ কোটি টাকা ঋণ নিয়েছিলেন মোট ১৩ জন ব্যক্তি। যার মধ্যে রয়েছেন কাবাডি খেলোয়াড় রাজাও। কিন্তু পরে দেখা গিয়েছে গাড়ি কেনার বদলে ওই টাকা বেআইনি ভাবে লাগানো হয়েছে একটি তামিল সিনেমা তৈরির কাজে।

শুধু তা-ই নয়, এই কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে গাড়ি ঋণ সংক্রান্ত পরামর্শদাতা ডি চিত্রার বিরুদ্ধে। ব্যাঙ্কের তরফে দাবি, তিনি ওই শাখার আধিকারিকদের ভরসা আদায় করেন এবং ভুয়ো তথ্য দেখিয়ে ঋণ মঞ্জুর করতে সাহায্য করেন। এমনকী অভিযোগ, চিত্রা অফিসারদের ইউজার আইডি ও পাসওয়ার্ডও বার করেন। আর এই জালিয়াতির মাধ্যমে গাড়ির ডিলারদের অ্যাকাউন্টের বদলে সরাসরি ধারের টাকা পাঠানো হয়েছে ঋণগ্রহীতাদের কাছে। গাড়ি না কিনে সিনেমা তৈরি হয়েছে। এর পরেই সিনেমাটির রিলিজ আটকাতে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয় স্টেট ব্যাঙ্ক। অন্তর্বর্তী নির্দেশ জারি করে সেই আবেদন মেনেছে আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE