Advertisement
১৯ এপ্রিল ২০২৪

চিপ-হীন ডেবিট কার্ড? এটিএম থেকে দিনে ২০ হাজারের বেশি টাকা নয়: স্টেট ব্যাঙ্ক

দেশ জুড়ে গ্রাহকের অজান্তেই ডেবিট কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা তুলে নেওয়ার ঘটনা এখন হামেশাই ঘটছে।

চিপ-যুক্ত যে সব ডেবিট কার্ড রয়েছে, সেগুলির উপরে কোনও বিধিনিষেধ বলবৎ হচ্ছে না।

চিপ-যুক্ত যে সব ডেবিট কার্ড রয়েছে, সেগুলির উপরে কোনও বিধিনিষেধ বলবৎ হচ্ছে না।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৮ ০৩:২৭
Share: Save:

যে সব ডেবিট কার্ডে চিপ লাগানো নেই, সেগুলি দিয়ে এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা ছাঁটল স্টেট ব্যাঙ্ক। বহু দিন ধরেই বাজারে চালু এই সব চিপ-ছাড়া কার্ড। সোমবার স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ এক নির্দেশ জারি করে বলেছেন, এই কার্ডগুলি দিয়ে এটিএম থেকে দিনে ২০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না গ্রাহকরা। আগে তোলা যেত সর্বোচ্চ ৪০ হাজার। টাকা তোলার এই নতুন বিধি শুধু দু’ধরনের চিপ-হীন কার্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে। ক্লাসিক ও মায়েস্ত্রো। এটি চালু হচ্ছে আগামী ৩১ অক্টোবর থেকে।

স্টেট ব্যাঙ্ক সূত্র জানাচ্ছে, চিপ-যুক্ত যে সব ডেবিট কার্ড রয়েছে, সেগুলির উপরে কোনও বিধিনিষেধ বলবৎ হচ্ছে না। অর্থাৎ, এই ধরনের কার্ড যে সব গ্রাহকদের কাছে রয়েছে, তাঁরা সেগুলি ব্যবহার করে আগের মতোই এটিএম থেকে দৈনিক ৪০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন। স্টেট ব্যাঙ্কের চিপ-যুক্ত ডেবিট কার্ড হল ইউরো মাস্টার শ্রেণির। গোল্ডেন, প্ল্যাটিনাম ইত্যাদি বিভিন্ন নামে এই শ্রেণির কার্ড বাজারে চালু আছে।

চিপ-ছাড়া কার্ডে নগদ তোলার সীমা ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হল কেন? স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তার খাতিরেই আনা হল নতুন এই বিধি। তাঁদের যে সব কার্ডে চিপ লাগানো আছে, সেগুলির নিরাপত্তা চিপ-হীন কার্ডের তুলনায় অনেক বেশি। ফলে চিপ-যুক্ত কার্ড ব্যবহার করলে প্রতারণার আশঙ্কাও কমে। এই কারণে ধীরে ধীরে বাজার থেকে সব চিপ-হীন ডেবিট কার্ড তুলে নিয়ে, তার পরিবর্তে চিপ-যুক্ত ডেবিট কার্ড দেওয়াই তাঁদের লক্ষ্য।

কার্ড-কাহিনি

• স্টেট ব্যাঙ্কের ডেবিট কার্ড দু’ধরনের। চিপ-সহ ও চিপ-ছাড়া

• চিপ-ছাড়া কার্ড আবার দু’রকম। ক্ল্যাসিক ও মায়েস্ত্রো

• চিপ-ছাড়া কার্ডের নিরাপত্তা কম। তাই ধাপে ধাপে এই কার্ড তুলে নেওয়া হবে

• এখন এটিএম থেকে দৈনিক নগদ তোলার সীমা ৪০ হাজার টাকা থেকে কমে ২০ হাজার

• নিয়ম বলবৎ আগামী ৩১ অক্টোবর থেকে

• চিপ-যুক্ত ডেবিট কার্ড হল ইউরো মাস্টার ভিসা শ্রেণির

• এগুলি গোল্ডেন, প্ল্যাটিনাম ইত্যাদি নামের

• এই সব কার্ডে নগদ তোলার সীমা পাল্টাচ্ছে না

স্টেট ব্যাঙ্কে বেঙ্গল সার্কেলের কর্তৃপক্ষ বলেন, ‘‘আমরা ইতিমধ্যেই ক্লাসিক এবং মায়েস্ত্রো কার্ডের পরিবর্তে গ্রাহকদের চিপ লাগানো কার্ড দেওয়া শুরু করেছি। যত দ্রুত সম্ভব বিনা চিপের ডেবিট কার্ডের ব্যবহার বন্ধ করাই ব্যাঙ্কের লক্ষ্য।’’

দেশ জুড়ে গ্রাহকের অজান্তেই ডেবিট কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা তুলে নেওয়ার ঘটনা এখন হামেশাই ঘটছে। প্রতারকেরা নানা কৌশলে ডেবিট কার্ডের নকল বানিয়ে ফেলছে। গ্রাহকের স্বার্থ রক্ষার লক্ষ্যে রিজার্ভ ব্যাঙ্ক কিছু দিন আগেই নির্দেশ দিয়েছে যে, গ্রাহকের ত্রুটি না-থাকা সত্ত্বেও তাঁর অজান্তে ডেবিট কার্ড ব্যবহার করে এটিএম থেকে কেউ টাকা তুলে নিলে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে ক্ষতিপূরণ দিতে হবে। গ্রাহককে অবশ্য একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যাঙ্কের কাছে প্রতারণার অভিযোগ দায়ের করতে হবে। ব্যাঙ্কিং মহলের ধারণা, রিজার্ভ ব্যাঙ্কের ওই নির্দেশের জেরেই ডেবিট কার্ডের নিরাপত্তা আরও আঁটোসাটো করতে কোমর বেঁধে নেমেছে ব্যাঙ্কগুলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE