Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সূচক বাড়ল ৪৬১, স্বস্তি দিল টাকাও

টানা ছ’দিন পড়ার পরে টাকার উত্থান, আইএল অ্যান্ড এফএসের সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ ও বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমা— মূলত এই তিনটি কারণে বুধবার ফের চাঙ্গা হল শেয়ার বাজার।

নিজস্ব সংবাদদাতা 
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ০৩:০৮
Share: Save:

টানা ছ’দিন পড়ার পরে টাকার উত্থান, আইএল অ্যান্ড এফএসের সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ ও বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমা— মূলত এই তিনটি কারণে বুধবার ফের চাঙ্গা হল শেয়ার বাজার। এ দিন সেনসেক্স এক লাফে ৪৬১.৪২ পয়েন্ট বেড়ে শেষ হয় ৩৪,৭৬০.৮৯ অঙ্কে। নিফ্‌টি ১৫৯.০৫ পয়েন্ট উপরে উঠে ১০,৪৬০.১০ অঙ্কে দৌড় শেষ করেছে। গত কয়েক দিনে বাজার থেকে লগ্নিকারীদের উবে যাওয়া শেয়ার সম্পদের মধ্যে প্রায় ৩ লক্ষ কোটি টাকা ফিরে এসেছে।

বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুডের দামও কমেছে। যার হাত ধরে এ দিন কিছুটা বেড়েছে টাকাও। ১ ডলারের দাম ১৮ পয়সা কমে ৭৪.২১ টাকা হয়েছে।

বাজার বিশেষজ্ঞেরা বলছেন, পড়তি বাজারে লগ্নিকারীরা শেয়ার কেনায় উঠেছে সূচক। কিন্তু এই অবস্থা স্থায়ী হবে কি? তাঁরা বলছেন, জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষিতেই সংশয় দূর হওয়ার নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Share Market BSE Rupee Dollar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE