Advertisement
১৯ এপ্রিল ২০২৪
উত্থান সত্ত্বেও দ্বিধায় বিদেশি লগ্নিকারীরা

দীপাবলির মুখে বাজারে রোশনাই

বাজারের এই ভোল বদলের পেছনে কাজ করেছে হঠাৎই আসা একগুচ্ছ ভাল খবর।

অমিতাভ গুহ সরকার
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৮ ০১:৫৯
Share: Save:

দেওয়ালির মুখে স্বস্তি এল আচমকাই। হুড়মুড়িয়ে পড়তে থাকা বাজার গত সোমবার লাফাল প্রায় ৭১৮ পয়েন্ট। শুক্রবার ৫৮০ পয়েন্ট। সারা সপ্তাহের ওঠানামা ধরে উত্থান মোট ৯৪৪। যে সেনসেক্স ৩৩ হাজারে নামবে কি না ভেবে প্রমাদ গুনছিল বাজার, সে ফের ঢুকে পড়ল ৩৫ হাজারের ঘরে। আর যে নিফ্‌টির ১০ হাজারের নীচে তলিয়ে যাওয়া নিয়ে আশঙ্কা দানা বেঁধেছিল লগ্নিকারীদের মনে, সপ্তাহ শেষে তা-ও পৌঁছল ১০,৫৫৩ অঙ্কে।

বাজারের এই ভোল বদলের পেছনে কাজ করেছে হঠাৎই আসা একগুচ্ছ ভাল খবর। সেগুলি হল—

• ব্যাঙ্ক নয় এমন যে সব আর্থিক সংস্থা (এনবিএফসি) নগদের অভাবে দুর্বল হয়ে পড়েছে, তাদের টাকা জোগাতে রিজার্ভ ব্যাঙ্কের পদক্ষেপ।

• সহজে ব্যবসার (ইজ অব ডুয়িং বিজনেস) মাপকাঠিতে ১৯০টি দেশের মধ্যে ভারতের ২৩ ধাপ উঠে ৭৭ নম্বরে পা রাখা।

• অক্টোবরের জিএসটি আদায় ১ লক্ষ কোটি টাকা ছাড়ানো।

• বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বেশ কিছুটা কমা।

• ইরান থেকে তেল কেনা নিয়ে ভারতকে ট্রাম্প প্রশাসনের আপাতত ছাড় দেওয়ার সিদ্ধান্ত।

• কয়েকটি সংস্থার ভাল ফল প্রকাশ।

• কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের কাজিয়ার মধ্যেই শীর্ষ ব্যাঙ্কের স্বাধীনতা জরুরি বলে অর্থমন্ত্রীর বিবৃতি জারি।

তবে মেঘ কেটেছে, এ কথা বলা যাবে না এখনই। কারণ, সূচককে এগোনোর শক্তি জোগাতে জরুরি বিদেশি লগ্নিকারীদের ফিরে আসা। যারা ভারত থেকে নাগাড়ে লগ্নি তুলে চলেছে। সমস্যা মার্কিন মুলুকে সুদ বৃদ্ধি ও বিশ্ব জুড়ে শুল্ক যুদ্ধের বিরূপ প্রভাবও। ফলে বাজার সাময়িক উঠেছে ঠিকই। কিন্তু নিশ্চয়তা ফিরেছে বলা যায় না। এই অবস্থায় দেওয়ালির সন্ধ্যায় সম্বৎ ২০৭৫-এর শুরুটা কেমন হয়, সেটাই এখন দেখার।

গত সপ্তাহে যে সব সংস্থা ভাল ফল প্রকাশ করেছে, সেই তালিকায় আছে লার্সেন অ্যান্ড টুব্রো, অ্যাক্সিস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব বরোদা, ওএনজিসি, বাটা, ইউনিয়ন ব্যাঙ্ক ইত্যাদি। তবে হতাশ করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, টাটা মোটরস-সহ কিছু সংস্থা। এই সব ফলাফলের প্রভাব এরই মধ্যে ছাপ ফেলেছে সংশ্লিষ্ট সংস্থার শেয়ার দরে।

ধনতেরস ও দেওয়ালিকে ঘিরে বাজার উত্তেজনায় ভরা থাকার কথা এই সপ্তাহে। সোনার দাম চড়ছে আগে থেকেই। সপ্তাহ শেষে ১০ গ্রাম পাকা সোনা ছিল ৩২,২৬০ টাকা। ধনতেরস উপলক্ষে আজ খুলবে স্বর্ণ বন্ডের নতুন ইস্যু। দাম গ্রাম পিছু ৩,১৮৩ টাকা। অনেকেই অপেক্ষা করে আছেন আজ ধনতেরসে সোনার দর কত থাকে তা দেখার জন্য। পরিসংখ্যান বলছে, গত ১২ বছরে এ দিন সোনা কিনে অনেক ক্ষেত্রেই লাভ গুনেছেন (২০০৫ থেকে ধনতেরসে সোনার দাম দেওয়া হল সঙ্গের সারণিতে) লগ্নিকারীরা।

(মতামত ব্যক্তিগত)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Share Market Growth Foreign Investors Diwali
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE