Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ডিরেক্টরের পদ ছাড়লেন শ্রীবর্ধন গোয়েন্‌কা

ডানকান ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন শ্রীবর্ধন গোয়েন্কা। বম্বে স্টক এক্সচেঞ্জকে (বিএসই) সংস্থা জানিয়েছে, গত ৭ অক্টোবর পরিচালন পর্ষদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে তিনি পদত্যাগপত্র দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৫ ০২:৪৭
Share: Save:

ডানকান ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন শ্রীবর্ধন গোয়েন্কা। বম্বে স্টক এক্সচেঞ্জকে (বিএসই) সংস্থা জানিয়েছে, গত ৭ অক্টোবর পরিচালন পর্ষদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে তিনি পদত্যাগপত্র দিয়েছেন। ২৯ অক্টোবর পর্ষদ তা গ্রহণ করেছে। শ্রীবর্ধন সংস্থার কর্ণধার জি পি গোয়েন্‌কার ছেলে।

বার্ষিক সাধারণ সভা করার জন্যও রেজিস্ট্রার অব কোম্পানিজের কাছে বাড়তি তিন মাস চেয়েছে সংস্থা। বিএসই -কে সে কথা জানিয়ে ডানকান বলেছে, কিছু চা বাগানের সমস্যার জন্য সেখান থেকে তথ্য পেতে দেরি হচ্ছে। তাই গত সেপ্টেম্বরে নিজেদের শেষ হওয়া অর্থবর্ষের সভা করার জন্য ৩১ মার্চ পর্যন্ত এই বাড়তি সময় চাওয়া। আগামী ডিসেম্বরে এই সভা হওয়ার কথা ছিল।

এ দিকে, সিআইডি সূত্রের খবর, এ দিন সংস্থাটির জিএম সুবীর মুখোপাধ্যায় ভবানী ভবনে জানান, কর্ণধার জি পি গোয়েন্কা কলকাতার বাইরে। আগামী সপ্তাহে ফিরে তিনি সিআইডি-র দফতরে যাবেন। উল্লেখ্য, দার্জিলিঙে সংস্থাটির একটি চা বাগানের শ্রমিক নেতা মজুরি, রেশন, বকেয়া পিএফ না পাওয়ার অভিযোগ জানিয়েছিলেন। তার তদন্তভার পরে আসে সিআইডি-র হাতে। তারা এ জন্য জি পি গোয়েন্কা ও তাঁর ছেলেকে ডেকে পাঠায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

shrivardhan goenka resigned Duncan Director
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE