Advertisement
২০ এপ্রিল ২০২৪
Small savings scheme

মধ্যবিত্তের উদ্বেগ কমিয়ে অপরিবর্তিতই থাকল স্বল্প সঞ্চয়ে সুদের হার

কেন্দ্র বিবৃতিতে জানিয়েছে, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আগের সুদই বহাল থাকবে সমস্ত প্রকল্পে।

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ জুলাই ২০২১ ০৬:২৯
Share: Save:

করোনার দ্বিতীয় ঢেউ এবং পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের মধ্যেই গত এপ্রিলে বিপুল হারে স্বল্প সঞ্চয়ে সুদ ছাঁটাই করেও, এক দিনের মাথায় তা ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল মোদী সরকার। তিন মাস পেরিয়ে আর সেই পথে হাঁটল না তারা। বুধবার রাতে কেন্দ্র বিবৃতিতে জানিয়েছে, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আগের সুদই বহাল থাকবে এই সমস্ত প্রকল্পে। ফলে এ নিয়ে গত বছর এপ্রিল থেকেই একই রইল স্বল্প সঞ্চয়ে সুদের হার।

সরকারের এ দিনের সিদ্ধান্তের ফলে ডাকঘর সেভিংস অ্যাকাউন্টে সুদ থাকল ৪ শতাংশে। ১-৫ বছরের মেয়াদি জমায় তা ৫.৫%-৬.৭%। পাঁচ বছরের রেকারিং ডিপোজ়িটে সুদ ৫.৮%, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ৭.৪% এবং মাসিক আয় প্রকল্পে ৬.৬%। এ ছাড়া, জাতীয় সঞ্চয়পত্র (এনএসসি), পাবলিক প্রভিডেন্ট ফান্ড, কিসান বিকাশপত্র (১২৪ মাস মেয়াদ) এবং সুকন্যা সমৃদ্ধির ক্ষেত্রে সুদের হার যথাক্রমে ৬.৮%, ৭.১%, ৬.৯% এবং ৭.৬%।

বিশেষজ্ঞদের মতে, পরিসংখ্যানই দেখিয়ে দিচ্ছে অতিমারির জেরে আয় এবং তার সঙ্গে পাল্লা দিয়ে সঞ্চয় কমেছে সাধারণ মানুষের। তার উপরে চড়া তেলের দরের কারণে নাগাড়ে বেড়ে চলা জিনিসপত্রের দামও চিন্তায় রাখছে আমজনতাকে। এই অবস্থায় স্বল্প সঞ্চয়ের মতো চাকুরিজীবী এবং প্রবীণদের লগ্নির অন্যতম মাধ্যমে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিতে সাহস পেল না মোদী সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Interest Small Savings Small savings scheme
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE