Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মুদ্রাস্ফীতি এবং তার গুরুত্ব

যদি আপনি একটা বাক্সে ১০০ টাকা পুরে তালা দিয়ে দেন, আর এক বছর পর তালা খুলে দেখেন, আপনার ১০০ টাকা কিন্তু ১০০ টাকাই থাকবে। একটুও বাড়বে না। যদিও এই সময়ের মধ্যে বাইরের বাজারে জিনিস পত্রের দাম কিন্তু থেমে থাকবে না। বাড়বেই। ১০০ টাকার মূল্য কিন্তু আগের থেকে কমে যাবে।

বিজ্ঞাপন প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৬ ১২:২৮
Share: Save:

যদি আপনি একটা বাক্সে ১০০ টাকা পুরে তালা দিয়ে দেন, আর এক বছর পর তালা খুলে দেখেন, আপনার ১০০ টাকা কিন্তু ১০০ টাকাই থাকবে। একটুও বাড়বে না।

যদিও এই সময়ের মধ্যে বাইরের বাজারে জিনিস পত্রের দাম কিন্তু থেমে থাকবে না। বাড়বেই। ১০০ টাকার মূল্য কিন্তু আগের থেকে কমে যাবে। অর্থাত্, ১ বছর আগে ১০০ টাকায় যা যা বা যে পরিমাণ বস্তু কিনতে পারা যেত এক বছর পর নিশ্চিত ভাবেই অনেক কম পরিমাণে অনেক কম কিছু কিনতে পারবেন।

মুদ্রার মূল্যহ্রাসের মূল কারণ মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি আপনার অর্থের মূল্য বছর বছর কমিয়ে দেয়। একটু একটু করে গিলে খায় আপনার সঞ্চয়।

ঐতিহাসিকভাবে, ভারতে মুদ্রাস্ফীতি না না রকমের হলেও কখনই তা এক বছরে ৫% -এর কম হয়নি। এ দেশে এক বছরে মুদ্রাস্ফীতির পরিমাণ এখনও পর্যন্ত ৮%।

অর্থাত্ বছরের শুরুতে একটি জিনিসের দাম ১০০% হলে বছরের শেষে তার দাম বেড়ে হয়েছে ১০৮ টাকা। সাধারণ ভাবে এই বৃদ্ধি বিশাল কিছু মনে না হলেও মুদ্রাস্ফীতি কিন্তু প্রত্যেক বছরই হয় এবং এর প্রভাব বছরের পর বছর ধরে চলতেই থাকে। আপনি যদি ৩০ বছর আগে ১ লক্ষ জমিয়ে রাখেন, আর বছরে যদি মুদ্রাস্ফীতি গড়ে ৮% তাহলে এই বাজারে ওই এক লক্ষ টাকার মূল্য আসলে ১২ হাজার ৫০০ টাকা হবে। অর্থাত্ ক্ষতির পরিমাণ ৮৭.৫ %।
সঞ্চয়ের তুলনায় বিনিয়োগের লাভ জনক হওয়ার অন্যতম মূল কারণ এই মুদ্রাস্ফীতিই। একমাত্র বিনিয়োগই আপনার কষ্টার্জিত অর্থের সঠিক মূল্যায়ন করতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

inflation canara robeco
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE