Advertisement
২০ এপ্রিল ২০২৪

কাঁচা পাটের মান বাড়াতে জোর স্মৃতির

শুধু চটের বস্তার জন্য পাট উৎপাদন করলে হবে না। অন্যান্য পণ্য তৈরি করার জন্য কাঁচা পাটের মান আরও ভাল করতে হবে বলে মনে করেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। এই লক্ষ্যে পাট উৎপাদক রাজ্যগুলিকেও সহযোগী হিসেবে থাকতে হবে বলে সম্প্রতি কলকাতায় বণিকসভা ইন্ডিয়ান চেম্বারের সভায় জানান তিনি।

শহরে স্মৃতি ইরানি। ছবি: পিটিআই

শহরে স্মৃতি ইরানি। ছবি: পিটিআই

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ মার্চ ২০১৮ ০৪:৩০
Share: Save:

শুধু চটের বস্তার জন্য পাট উৎপাদন করলে হবে না। অন্যান্য পণ্য তৈরি করার জন্য কাঁচা পাটের মান আরও ভাল করতে হবে বলে মনে করেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। এই লক্ষ্যে পাট উৎপাদক রাজ্যগুলিকেও সহযোগী হিসেবে থাকতে হবে বলে সম্প্রতি কলকাতায় বণিকসভা ইন্ডিয়ান চেম্বারের সভায় জানান তিনি। স্মৃতির মতে, বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হলে কাঁচা পাটের মান বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

দীর্ঘদিন ধরেই পাটশিল্পের উন্নতির জন্য বস্তা ছাড়াও অন্যান্য পণ্য তৈরিতে জোর দিতে বলছে কেন্দ্র। অন্য পণ্য বলতে শুধুমাত্র কিছু বাহারি ব্যাগ বা গৃহসামগ্রী নয়। বিশেষজ্ঞদের মতে, পাট থেকে এমন অনেক পণ্য তৈরি করা যায় যা বিশ্বের বাজারেও ব্যাপক চাহিদা তৈরি করতে পারে।

ইরানি অনেকটা সেই সুরেই বলেন, ‘‘কাঁচা পাটের মান বৃদ্ধির জন্য কেন্দ্রের ‘আই-কেয়ার’ প্রকল্পে পরীক্ষিত পাট বীজ কৃষকদের দেওয়া হচ্ছে।’’ পশ্চিমবঙ্গের মতো পাট উৎপাদক রাজ্যের তাতে এগিয়ে আসা উচিত। মন্ত্রীর মতে, প্রতিযোগিতায় টেক্কা দিতে উৎপাদনের প্রতিটি ধাপে উন্নতি প্রয়োজন। ভাল নকশা, গুনগত মান বজায় রাখা ও সঠিক দাম নিতে পারলেই বাজার ধরা যায়। সে ক্ষেত্রে বড় খুচরো বিপণন কেন্দ্রগুলির সঙ্গে উৎপাদকদের কথা বলা উচিত।

এ দিকে, গবেষণা সংস্থা ইন্ডিয়ান জুট ইন্ডাস্ট্রিজ রিসার্চ অ্যাসোসিয়েশন একটি অনুষ্ঠানে পাট থেকে তৈরি স্যানিটারি ন্যাপকিন বাজারে জনপ্রিয় করার ক্ষেত্রে মহিলা উদ্যোগীদের উৎসাহ দেওয়ার প্রস্তাব এনেছেন। প্রাকৃতিক উপকরণে তৈরি এই ধরনের ন্যাপকিনের ভাল বাজার তৈরি হতে পারে বলে ইরানি মনে করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

jute quality Jute Smriti Irani
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE