Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বাজার নিয়ে ফের সাবধান করলেন সুব্রহ্মণ্যন

মঙ্গলবার তিনি বলেন, ‘‘আর্থিক বৃদ্ধির উপর ভর করে বাজার না বাড়লে বড় সংশোধনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই নজরদারি অনেক বেশি আঁটোসাঁটো করা জরুরি।’’

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৮ ০৩:৩২
Share: Save:

আর্থিক সমীক্ষায় হুঁশিয়ার করেছিলেন। তার একদিন পরেই শেয়ার বাজার নিয়ে ফের সাবধান করলেন কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যন। মঙ্গলবার তিনি বলেন, ‘‘আর্থিক বৃদ্ধির উপর ভর করে বাজার না বাড়লে বড় সংশোধনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই নজরদারি অনেক বেশি আঁটোসাঁটো করা জরুরি।’’

আগের দিন সেনসেক্স ২৩৩ পয়েন্ট ওঠার পরে মঙ্গলবার অবশ্য তার পতন ২৪৯.৫২ পয়েন্ট। নিফ্‌টি ৮০.৭৫। তবে এটা সংশোধনের অঙ্গ বলে মনে করেছেন না বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এটা মুনাফা তুলতে শেয়ার বিক্রির জের। গত তিন বছরে শেয়ার দরে কার্যত কোনও সংশোধন ছাড়াই বাজার বেড়েছে। অথচ আর্থিক বৃদ্ধি ওঠার বদলে নেমেছে।

চড়া বাজার নিয়ে সুব্রহ্মণ্যনের চিন্তার প্রধান কারণ তিনটি:

• এই রমরমার সঙ্গে আর্থিক বৃদ্ধির কোনও যোগ নেই।

• বলা হচ্ছে, সুদ কমেছে বলে শেয়ার বাজারে লগ্নির ঢল নেমেছে। কিন্তু কিছু দিন আগে পর্যন্ত যখন সুদ বেশি ছিল তখনও হু হু করে বেড়েছে শেয়ার দর।

• সোনা বা স্থাবর সম্পত্তি থেকে মুখ ঘুরিয়ে সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন বাজারে। যা কিন্তু আমেরিকা বা ইউরোপে হয়নি।

সুব্রহ্মণ্যন বলেন, ‘‘তেতে ওঠা বাজার সূচককে কতটা ধরে রাখতে পারবে, তার উত্তর আপনাদেরই খুঁজতে হবে।’’ সাধারণ লগ্নিকারীদের উদ্দেশে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্টের খুচরো ব্যবসা বিভাগের কর্তা অমর শাহ বলেন, ‘‘বড়র তুলনায় ছোট-মাঝারি সংস্থার শেয়ার দর তুলনায় দ্রুত বেড়েছে। তাই বড় মূলধনের সংস্থার শেয়ারে লগ্নিই কম ঝুঁকির।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE