Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ঋণ ২৫০ কোটি ছাড়ালেই নজরদারি

এই কাণ্ডে অর্থমন্ত্রী অরুণ জেটলি সম্প্রতি অডিট সংস্থাগুলির স্বচ্ছতা ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার পরেই অডিটরদের ভূমিকা নিয়ে তদন্তের কথা জানিয়েছে আইসিএআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:১৬
Share: Save:

নীরব মোদী কাণ্ড সামনে আসার পরে ২৫০ কোটি টাকার বেশি প্রতিটি ঋণ কী অবস্থায় রয়েছে, তা খতিয়ে দেখতে শুক্রবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিল অর্থ মন্ত্রক। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) থেকে পাওয়া সব লেটার অব আন্ডারটেকিং খতিয়ে দেখার জন্য হংকঙে চারটি ভারতীয় ব্যাঙ্কের শাখাকে চিঠি পাঠিয়েছে তারা।

এই কাণ্ডে অর্থমন্ত্রী অরুণ জেটলি সম্প্রতি অডিট সংস্থাগুলির স্বচ্ছতা ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার পরেই অডিটরদের ভূমিকা নিয়ে তদন্তের কথা জানিয়েছে আইসিএআই। এ সম্পর্কে তদন্তে কিছু মিলেছে কি না, সেবির কাছে তারা তা জানতেও চেয়েছে। সড়কমন্ত্রী নিতিন গডকড়ীর অবশ্য দাবি, ‘‘প্রতারণায় জড়িতদের বিচার হবেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE