বিভিন্ন জেলার মধ্যে বৈষম্য আটকে দিচ্ছে রাজ্যের সার্বিক উন্নয়ন। বণিকমহলের অভিযোগ, বৃদ্ধির হারকে টেনে নামাচ্ছে কৃষি, শিল্প ও পরিকাঠামোর মাপকাঠিতে পিছিয়ে পড়া জেলাগুলি। রাজ্যের অবশ্য দাবি, দেশের গড় বৃদ্ধির তুলনায় পশ্চিমবঙ্গের হার অনেকটাই ভাল। শিল্প তথা অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, দেশ জুড়ে শিল্প ও পরিষেবা বৃদ্ধির হার যথাক্রমে ৭.৩ ও ৯.২ শতাংশ। তাঁর দাবি, রাজ্যের ক্ষেত্রে তা ১০.৫৯ শতাংশ ও ১৩.৯৯ শতাংশ।
বণিকমহলের দাবি, রাজ্যের বিপুল সম্ভাবনা বাস্তবায়িত হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে কোচবিহার, দার্জিলিং, বাঁকুড়ার মতো অনগ্রসর জেলা। সমস্যার সমাধানসূত্র হিসেবে উঠে এসেছে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার বা জেলা শিল্প-কেন্দ্রের আরও সক্রিয় ভূমিকার কথা। বৃহস্পতিবার বণিকসভা অ্যাসোচ্যামের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া অঞ্চল নিয়ে একটি রিপোর্ট প্রকাশ হয়। কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও বাঁকুড়া সবচেয়ে অনগ্রসর জেলা হিসেবে চিহ্নিত হয়েছে। কৃষি, শিল্প, রাস্তাঘাট, স্কুল ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে তৈরি হয়েছে উন্নয়নের সার্বিক সূচক। এই মাপকাঠিতে নম্বর বিশেষ তুলতে পারেনি পাঁচটি জেলা।