Advertisement
১৭ এপ্রিল ২০২৪

খরচ ছাঁটতে লক্ষ্য প্রতিরক্ষা সরঞ্জাম

বছরে মোট ১.২৫ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনে ভারত। যার ৭৫ শতাংশই আমদানি হয়। খরচ কমাতে এ বার সেই আমদানি ছাঁটতে কোমর বাঁধল কেন্দ্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০২:২৯
Share: Save:

বছরে মোট ১.২৫ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনে ভারত। যার ৭৫ শতাংশই আমদানি হয়। খরচ কমাতে এ বার সেই আমদানি ছাঁটতে কোমর বাঁধল কেন্দ্র। সম্প্রতি ভারত চেম্বারের এক সভায় প্রতিরক্ষা পণ্য উৎপাদন সচিব অজয় কুমার জানালেন, ভারতে ওই সব সরঞ্জাম তৈরি বাড়াতে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর আওতায় সেগুলি কেনার ক্ষেত্রে ভারতীয় সংস্থাকে তো অগ্রাধিকার দেওয়া হবেই, পাশাপাশি থাকবে আরও কিছু সুবিধা। সে ক্ষেত্রে সরঞ্জামগুলি আমদানির জন্য যত দাম পড়বে, তার থেকে অন্তত ২০% দর কম দিলে সরাসরি বরাত পাবে ভারতীয় সংস্থা। কোনও আলোচনা ছাড়াই।

সংশ্লিষ্ট মহলের মতে, পড়তে থাকা টাকার দামের প্রেক্ষিতে এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ। বিশেষত যেখানে টাকার দাম পড়া আটকাতে ও চলতি খাতে বিদেশি মুদ্রা লেনদেন ঘাটতি কমাতে কেন্দ্র সম্প্রতি যে পাঁচ দফা দাওয়াই ঘোষণা করেছে, তার অন্যতম আমদানি কাটছাঁট।

কুমারের দাবি, সরকার শুধু যে প্রতিরক্ষা সরঞ্জাম ভারতে তৈরির উপর জোর দিতে চায় তা নয়, এই কাজে আরও বেশি ছোট ও মাঝারি সংস্থাকে সামিল করাও লক্ষ্য। তিনি বলেন, ‘‘বরাতের অপেক্ষায় না থেকে, ছোট-মাঝারি সংস্থাগুলি সে সব পণ্য বিক্রির ইচ্ছে জানাতে পারে কেন্দ্রীয় প্রতিরক্ষা পণ্য উৎপাদন বিভাগে। বিশ্ব টেন্ডারের ক্ষেত্রে ভারতীয় সংস্থাকেই অগ্রাধিকার দেবে তারা।’’

ওই সব সরঞ্জাম তৈরির ক্ষেত্রে উদ্ভাবনী দক্ষতাকে উৎসাহ দিতেও তাঁরা বিশেষ সহায়তার ব্যবস্থা করেছেন বলে জানান কুমার। কেউ নতুন কিছু তৈরি করলে তাঁরা খতিয়ে দেখবেন তা ব্যবহার করা যায় কি না। পণ্যগুলি যাচাই করতে প্রতিরক্ষা বিভাগের পরীক্ষা কেন্দ্র ব্যবহারের সুবিধা দেওয়া হবে। এমন কিছু কেন্দ্রও চালু হবে, যেগুলি শুধু বেসরকারি সংস্থাই ব্যবহার করতে পারবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Defense Defense equipment Import
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE