Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কপালে ভাঁজ ভিন্‌ দেশে পাড়ির পথে  

আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, চিন, জাপানের মতো দেশে বেড়ানোর খরচ ডলারের হিসেবে দেয় ভারতীয় পর্যটন সংস্থাগুলি। ফলে টাকার সাপেক্ষে তার দাম বাড়লে পর্যটনের খরচও বাড়ে।

প্রতীকী চবি।

প্রতীকী চবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৮ ০১:২৩
Share: Save:

উৎসবের মরশুম শুরুর মুখে বিদেশে বেড়ানোর খরচ বাড়াচ্ছে টাকার দামের পতন। এর ফলে ব্যবসা কিছুটা ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা পর্যটন শিল্পের একাংশের। বিদেশে পড়াশোনা বা বেড়ানো, সাধারণত সব কিছুর খরচই কষা হয় ডলারে। আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, চিন, জাপানের মতো দেশে বেড়ানোর খরচ ডলারের হিসেবে দেয় ভারতীয় পর্যটন সংস্থাগুলি। ফলে টাকার সাপেক্ষে তার দাম বাড়লে পর্যটনের খরচও বাড়ে।

কলকাতার একটি পর্যটন সংস্থার কর্তা অর্পণ মিত্র জানাচ্ছেন, উৎসবের মরশুমে বেড়ানোর খরচের হিসেব এখনকার বিনিময় হারের নিরিখেই কষা হচ্ছে। ফলে খরচ বেড়েছে। যাঁরা আগে প্যাকেজ বুক করেছিলেন, বাড়তি দিতে হচ্ছে তাঁদেরও। তবে ব্যতিক্রম আছে। যেমন, কর্পোরেট সংস্থাগুলির ব্যবসায়িক সফরের ক্ষেত্রে বলাই থাকে, টাকার দাম যা-ই হোক, বাড়তি খরচ তারা জোগাবে না। আর এক সংস্থার কর্তা নন্দিনী সেনের বক্তব্য, উন্নয়নশীল দেশে এই অনিশ্চয়তা ব্যবসার নিত্য সঙ্গী।

যদিও কিছুটা স্বস্তিতে বিদেশি পর্যটকদের ভারতে ঘোরানোর সংস্থাগুলি। এ রাজ্যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব টুর অপারেটর্সের চেয়ারম্যান দেবজিৎ দত্ত জানান, পর্যটকদের দেওয়া ডলার এখন ভাঙালে বাড়তি আয় হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tourist Tension Rupee Dollar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE