Advertisement
২৪ এপ্রিল ২০২৪

নেটওয়ার্ক পরীক্ষার নতুন নিয়ম টেলিকম দফতরের

রিলায়্যান্স জিয়োর বিরুদ্ধে নেটওয়ার্ক পরীক্ষার নামে সুযোগ নেওয়ারই অভিযোগ তুলেছিল পুরনো সংস্থাগুলি।

রিলায়্যান্স জিয়োর বিরুদ্ধে নেটওয়ার্ক পরীক্ষার নামে সুযোগ নেওয়ারই অভিযোগ তুলেছিল পুরনো সংস্থাগুলি। ছবি: সংগৃহীত।

রিলায়্যান্স জিয়োর বিরুদ্ধে নেটওয়ার্ক পরীক্ষার নামে সুযোগ নেওয়ারই অভিযোগ তুলেছিল পুরনো সংস্থাগুলি। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৮ ০১:৫৩
Share: Save:

মোবাইল সংস্থাগুলির পরীক্ষামূলক পরিষেবার বিধি কড়া করল টেলিকম দফতর (ডট)। নির্দেশিকায় তারা জানিয়েছে, কোনও নতুন সংস্থা পরীক্ষামূলক পরিষেবার সময়ে পরিকাঠামো ক্ষমতার ৫ শতাংশের বেশি গ্রাহককে নথিভুক্ত করাতে পারবে না। নথিভুক্তি শুরুর অন্তত ১৫ দিন আগে ডটকে পরিকাঠামোর বিষয়ে বিস্তারিত জানাতে হবে। ওই পরিষেবার জন্য সর্বোচ্চ ১৮০ দিন সময় পাবে তারা। পাশাপাশি, নথিভুক্ত হওয়া গ্রাহকেরা ওই সময়ের মধ্যে তাঁদের পুরনো ফোন নম্বর নতুন সংস্থার পরিষেবার অধীনেও আনতে পারবেন না। অর্থাৎ পোর্টেবিলিটির সুযোগ পাবেন না।

উল্লেখ্য, রিলায়্যান্স জিয়োর বিরুদ্ধে নেটওয়ার্ক পরীক্ষার নামে সুযোগ নেওয়ারই অভিযোগ তুলেছিল পুরনো সংস্থাগুলি। তাদের দাবি ছিল, বাণিজ্যিক পরিষেবা শুরুর তারিখ ঘোষণা না করে গ্রাহকদের নথিভুক্ত করেছে জিয়ো। ২০১৫ সালের শেষে পরীক্ষামূলক পরিষেবা শুরু হলেও বাণিজ্যিক ভাবে তা চালু হয় ২০১৬ -র ৫ সেপ্টেম্বর। ডটের সিদ্ধান্ত, নেটওয়ার্ক পরীক্ষার জন্য ৯০ দিন সময় মিলবে। আর্জির ভিত্তিতে আরও ৯০ দিন সময় দেওয়া হতে পারে।

এ দিকে, টেলি শিল্পের সংগঠন সিওএআইয়ের ডিজি রাজন ম্যাথুজের দাবি, আরও অন্তত তিনটি ত্রৈমাসিকে ক্ষতির ধাক্কা সামলাতে হবে শিল্পকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE