Advertisement
২৪ এপ্রিল ২০২৪

যুদ্ধে পিছু হটবেন না ট্রাম্প

শুল্ক নিয়ে নতুন করে বিতর্কের সূত্রপাত সোমবার ভারতীয় সময় বেশি রাতে ট্রাম্পের একটি টুইটে।

 হুমকি: বৈঠকে ট্রাম্প। ছবি: এপি

 হুমকি: বৈঠকে ট্রাম্প। ছবি: এপি

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৮ ০৩:২৮
Share: Save:

লড়াই ছাড়বেন না ডোনাল্ড ট্রাম্প।

দেশি শিল্পপতিদের জন্য সুরক্ষার পাঁচিল তুলতে ইস্পাত, অ্যালুমিনিয়ামে বসানো যথাক্রমে ২৫ ও ১০% আমদানি শুল্ক তুলে নেওয়ার প্রশ্ন নেই বলে মঙ্গলবার স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংক্রান্ত নির্দেশ কার্যকর করতে শীঘ্রই তিনি চুক্তিতে সই করবেন।

শুল্ক নিয়ে নতুন করে বিতর্কের সূত্রপাত সোমবার ভারতীয় সময় বেশি রাতে ট্রাম্পের একটি টুইটে। ট্রাম্প টুইট করেছিলেন, বৈষম্যহীন বাণিজ্যের লক্ষ্যে নতুন করে উত্তর আমেরিকা অবাধ বাণিজ্য চুক্তি (নাফ্‌টা) সই হলে তবেই ইস্পাত, অ্যালুমিনিয়ামে শুল্ক তোলার প্রশ্ন উঠবে। আমেরিকা সফররত ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে সাংবাদিক বৈঠকে ট্রাম্পের দাবি, ‘‘না, পিছু হটছি না। মেক্সিকো, কানাডার সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি বিপুল। নাফ্‌টা ঢেলে সাজার উদ্যোগ শুরু হয়েছে। কিন্তু এখনও যা অবস্থা, তাতে আমাদেরই ক্ষতি হচ্ছে।’’

হোয়াইট হাউসের প্রেস সচিব সারা স্যান্ডার্সও জানান, ‘‘প্রেসিডেন্ট মুক্ত বাণিজ্যেই বিশ্বাসী। তবে পারস্পরিক বৈষম্যে ইতি টানতে এগিয়ে আসতে
হবে সব দেশকে।’’ তা না হলে বাণিজ্য যুদ্ধ যে হবেই, সেই ইঙ্গিত দিয়ে হোয়াইট হাউসের দাবি, সে লড়াইয়ে আমেরিকার জয় কার্যত নিশ্চিত।

তবে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও চিন ইতিমধ্যেই ট্রাম্পের সিদ্ধান্তে কড়া মনোভাব নিয়েছে। আমেরিকার বাজারে চিনের রফতানি করা বিপুল পরিমাণ সস্তার ইস্পাতকে ঠেকাতেই শুল্ক বসানোর এই সিদ্ধান্ত বলে সংশ্লিষ্ট সূত্রে খবর। এই অবস্থায় চিনের পাল্টা হুমকি, ‘‘অর্থনীতির ক্ষতি হলে চিন চুপ করে বসে থাকবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Doanld Trump Import Tax steel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE