উদয় কোটাক।
রাজা নয়, পাহারাদার। নথিভুক্ত সংস্থার পরিচালন ব্যবস্থা ঢেলে সাজতে করা সুপারিশে পর্ষদ ও প্রোমোটারদের ভূমিকা এমনই হওয়া উচিত বলে মনে করে সেবি নিযুক্ত উদয় কোটাকের নেতৃত্বাধীন কমিটি। টাটা গোষ্ঠী-সাইরাস মিস্ত্রি সঙ্ঘাত ও ইনফোসিসে পরিচালনায় সমস্যা নিয়ে বিতর্কের মধ্যে তাদের এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
বৃহস্পতিবার কমিটি জানিয়েছে, সাধারণত দু’ভাবে সংস্থার কাজ চলে। প্রথমত, ‘রাজা’ মডেলে। যেখানে প্রোমোটারদের চাহিদা ও সিদ্ধান্ত বেশি গুরুত্ব পায়। কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যায়, তাতে ধাক্কা খায় ছোট শেয়ারহোল্ডারদের স্বার্থ। আর দ্বিতীয়ত, ‘কাস্টোডিয়ান’ মডেল। এ ক্ষেত্রে পর্ষদ, প্রোমোটার ও ম্যানেজমেন্টের ভূমিকা পাহারাদারের মতো। সংস্থার লগ্নিকারী, গ্রাহক, কর্মী-সহ সকলের স্বার্থ রক্ষার দায়িত্ব থাকে তাদের উপরে। ভারতীয় সংস্থাগুলিকে দ্বিতীয় মডেলই অনুসরণের পরামর্শ দিয়েছে কমিটি।
অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে— • নন্-এগ্জিকিউটিভ ডিরেক্টরকেই সংস্থার চেয়ারম্যান পদে মনোনীত করা • স্বাধীন ডিরেক্টর হিসেবে অন্তত এক জন মহিলা সদস্যের নিযুক্তি • স্বাধীন ডিরেক্টরদের পদত্যাগের কারণ বিস্তারিত ভাবে জানানো।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy